শ্যামবাজারে গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়
প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহা এবং প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে।
বারাসতে তাণ্ডব বিজেপির
সকাল থেকেই উত্তেজনা বিজেপির বনধ ঘিরে। বারাসতে গাড়ি ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে, ট্রেন অবরোধও করে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। বারাসত স্টেশনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা যাবে না। এদিকে বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন, যাতে ট্রেন চলতে না পারে। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।
রণক্ষেত্র ভাটপাড়া
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রণক্ষেত্র ভাটপাড়া। অর্জুন সিংয়ের অনুগামী এবং সোমনাথ শ্যামের অনুগামীরা সম্মুখ সমরে। বিশাল পুলিশবাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। উত্তেজনার জেরে অবরুদ্ধ ঘোষপাড়া রোড।
সজল ঘোষ বনাম তৃণমূল
সন্তোষ মিত্র স্কোয়্যারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বাড়ি ঘিরে ফেলল বিশাল পুলিশবাহিনী। পাল্টা সদলের মহিলা অনুগামীরা বাড়ির গেটে আগলে দাঁড়ান। বিজেপি নেতার গ্রেফতারির আশঙ্কায় এলাকায় উত্তেজনা।
রেললাইনে নেমে বনধ সমর্থকদের তাড়ালেন তৃণমূল নেতা
চরম উত্তেজনা বারুইপুর স্টেশনে, বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করে অবরোধ তুলে দিলেন দিলেন তৃণমূল নেতা, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের সঙ্গে বচসা বনধ সমর্থকদের। রেললাইন থেকে কার্যত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়িয়ে দিলেন তৃণমূল নেতা।
হুগলি স্টেশনে উত্তেজনা
হুগলি স্টেশনে রেললাইনের উপর শুয়ে, ট্রেনের উপর চড়ে রেল অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
টালা ব্রিজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
টালা ব্রিজে উঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। যান চলাচল ব্যাহত হতেই চলে আসে পুলিশ। হটিয়ে দেয় বিক্ষোভকারীদের।
হেমতাবাদে বনধ সমর্থকদের গ্রেফতার পুলিশের
হেমতাবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনধ সমর্থকদের গ্রেফতার করে।
পথ অবরোধ করলেন বিজেপি সাংসদ
পুরাতন মালদার বুলবুলি মোড়ে পথ অবরোধ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
মালদায় তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ
বিজেপির ডাকা এই বনধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল মালদায়। তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে বিজেপির বনধকে ভন্ডুল করার দাবিতে জাতীয় সড়ক ধরে এটি মিছিল বের করেন। সে সময় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপরের।