Advertisment

নবান্ন অভিযান মিটতে না মিটতেই লালবাজার অভিযানে BJP, তুমুল উত্তেজনা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের ডাকে আজ ছিল নবান্ন অভিযান। নবান্ন অভিযানে কলকাতা, হাওড়ার দিকে দিকে ধুন্ধুমার কাণ্ড বাধে। কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করে। তাদের মুক্তির দাবিতে লালবাজার অভিযান বিজেপির। সেই অভিযানেও তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP workers clash with police in lalbazar abhijan, লালবাজার অভিযান, বিজেপি

আন্দোলনকারী এক মহিলাকে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Lalbazar Abhijan-BJP: আরজি কাণ্ডের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। সেই অভিযান মিটতে না মিটতেই BJP-র লালবাজার অভিযান ঘিরে তুলকালাম-কাণ্ড। 'উই ওয়ান্ট জাস্টিস, ভারত মাতা কি জয়', স্লোগানে উত্তাল পরিস্থিতি গোটা লালবাজার চত্বরে। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের। সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলা সেই মিছিল ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়।

Advertisment



এদিন সন্ধে ৬টার কিছু আগে লালবাজারের একেবারে কাছে পৌঁছে যায় বিশাল মিছিল। গেরুয়া দলের সেই মিছিলেন নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলে ছিলেন অর্জুন সিং, তাপস রায়, তমোঘ্ন ঘোষদের মতো বিজেপি নেতারা। নবান্ন অভিযান শেষ হতে না হতেই বিজেপির এই লালবাজার অভিযান সামলাতে কার্যত দিশেহারা দশা হতে থাকে পুলিশের। বাড়তি ফোর্স এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। এদিন ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মীরা। তাপস রায়, অর্জুন সিং দের নেতৃত্বে তুমুল বিক্ষোভ-স্লোগানিং চলে। 

আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। সেই অভিযানে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে লালবাজার অভিযান করে বিজেপি। এদিন লালবাজারের সামনে বেশ কিছু ব্যারিকেড কার্যত তুলে নিয়ে ফেলে দেয় বিজেপি নেতা-কর্মীরা। মোট কথায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় লালবাজারের সামনের এলাকায়।

Sukanta Majumder Bengal BJP lalbazar Nabanna Abhijan
Advertisment