থিমের জয়গান, দেবী আরাধনায় নতুন ভাবনা উত্তরের পুজোর

পুজো মানেই তাতে থিম আর হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর বনাম দক্ষিণ - সব মিলিয়ে জমজমাট ব্যাপার। কিন্তু পুজো বনাম পুজো - এই প্রতিযোগিতা কিন্তু ভোলার নয়। উত্তর কলকাতার বিখ্যাত দুই পুজো চোরবাগান সর্বজনীন এবং দমদম পার্ক ভারত চক্র। এবার তাদের থিমেও রয়েছে আধুনিকতা।

পুজো মানেই তাতে থিম আর হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর বনাম দক্ষিণ - সব মিলিয়ে জমজমাট ব্যাপার। কিন্তু পুজো বনাম পুজো - এই প্রতিযোগিতা কিন্তু ভোলার নয়। উত্তর কলকাতার বিখ্যাত দুই পুজো চোরবাগান সর্বজনীন এবং দমদম পার্ক ভারত চক্র। এবার তাদের থিমেও রয়েছে আধুনিকতা।

author-image
Anurupa Chakraborty
New Update
chorbagan bharatchakra theme puja pandal north kolkata