স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুরা ঝুঁকির মুখে পড়তে পারে। করোনাকালে তাই শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরাও। মাস্ক বিধি, স্যানিটাইজেশন মানতে বলা হয়েছে সকলকেই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
দিল্লি হাইকোর্ট জানিয়েছে বাজারে যেভাবে মানুষ করোনা বিধি না মেনেই ঘুরে বেড়াচ্ছেন, তাতে গোটা দেশের ক্ষতি করতে পারে। কিন্তু এ রাজ্যের চিত্রও যেন ভয় ধরাচ্ছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
শুধু ক্রেতারা নন, মাস্ক বিধির তোয়াক্কা না করেই পণ্য বিক্রিতে ব্যস্ত দোকানদারেরাও। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
করোনার প্রথম ঢেউয়ের এর পর আনলক হতেই নিয়ম ভাঙার পথে হেঁটেছিল জনগণ। কয়েক মাসের মধ্যেই শিয়রে আসে কোভিডের দ্বিতীয় ঢেউ। মৃত্যুপুরীতে পরিণত হচ্ছিল গোটা দেশ। সচেতনতা বৃদ্ধিকেই শেষ টিকা মানছেন সকলে।এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
দেশে ইতিমধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা জারি হয়েছে। বেনিয়মে সেই ঢেউ আসা সময়ের অপেক্ষা বলেই মনে করছে স্বাস্থ্য মহল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
করোনাকালের যাত্রাপথ সহজ নয়। দ্বিতীয় পর্যায়ের মৃত্যু ভয়বহতা, মৃতের স্তুপ, প্রিয়জন হারানোর কান্নায় ভারী হয়েছে বাতাস। লড়াই একার জন্য নয়। কিন্তু শুরু হোক এক দিয়েই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ