New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/feature-bus.jpeg)
রাস্তায় বাস কম থাকায় এভাবেই ঝুঁকির যাত্রা নিত্যযাত্রীদের।
ঠিক যেন এক বছর আগের ছবি। করোনা সংক্রমণ রুখতে ট্রেন বন্ধ হতেই বেসরকারি বাসে বাদুরঝোলা ভিড়। কোভিড আক্রান্তে রাশ টানতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই লোকাল ট্রেন বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসেও ৫০% যাত্রী নেওয়ার কথা জানিয়েছেন তিনি। কিন্তু এ চিত্র অন্য কথা বলে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ দিনমজুর, নিত্যযাত্রীদের মতে এ ভাবে সংক্রমণে লাগাম পরানো যাবে না। দুর্ভোগ আরও বাড়বে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সরকারি বাস ধরার জন্য ফের লম্বা লাইন পড়ছে। সময়মতো মিলছে না বাসও। বেসরকারি বাসেও উপচে পড়ছে ভিড়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ এই ছবি বরং ভয় ধরানো। রাজ্যে যেখানে হু হু করে বাড়ছে করোনা। সেখানে এই ভিড়ে সংক্রমণ কমার বদলে বাড়বে এমনটাই আশঙ্কা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ট্রেন বন্ধ হওয়ার জেরে কর্মস্থলে পৌঁছতে এই ব্যবস্থা ছাড়া বিকল্প পথও খোলা নেই নিত্যযাত্রীদের। আচমকা ট্রেন বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। ফের ক্ষতির আশঙ্কা সবজি ও ফুল ব্যবসায়। ইতিমধ্যেই একাধিক সমিতি মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দিয়েছে এ বিষয়ে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ