Advertisment

করোনা মহামারীতে দিন ফুরোচ্ছে কলকাতার হাতে টানা রিকশার

লকডাউনে সব থেকে সমস্যায় পড়েছেন 'দিন আনি দিন খাই'‌ মানুষরা। তেমনই ভুগছেন কলকাতার বুকে এখনও চালু থাকা হাতে টানা রিকশাচালকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
হাতে টানা রিক্সা, Hand pulled rikshaw, কলকাতা, Kolkata, করোনা, Corona, কোভিড-১৯, Covid- 19, পশ্চিমবঙ্গ, West bengal, রিক্সা, Rikshaw, ঐতিহাসিক, Vintage

প্রায় তিনশো বছরের পুরোনো রাজধানী শহর কলকাতার অনেক কিছুই বদলে গেছে। এর মধ্যেই বেঁচে আছে কলকাতার ঐতিহ্যরা। যেমন ট্রাম, যেমন হলুদ ট্যাক্সি,হাতে টানা রিক্সা। আজও উত্তর কলকাতার অলি-গলি কিংবা রাজপথে চোখে পড়বে সম্পূর্ণ কাঠের তৈরি এই টানা রিক্সা। একটা মানুষ আরেকটা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। কানে বেজে চলেছে ঠুং ঠুং আওয়াজ। যদিও কলকাতার এই চেনা ছবিও বদলে গেছে লকডাউনের কয়েকমাসে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

kolkata COVID-19
Advertisment