দূরত্ববিধি শিকেয় তুলে বাড়ছে নিত্য যাত্রীদের বাসে ওঠার ঠেলাঠেলি

যত আসন তত যাত্রী, তবে কেউ দাঁড়াতে পারবেন না— প্রথমদিকে এই বিধি মেনে শহরে বাস চলার কথা ছিল। এখন সেসবের বালাই নেই সরকারি বাস প্রয়োজনের তুলনায় অনেক কম

যত আসন তত যাত্রী, তবে কেউ দাঁড়াতে পারবেন না— প্রথমদিকে এই বিধি মেনে শহরে বাস চলার কথা ছিল। এখন সেসবের বালাই নেই সরকারি বাস প্রয়োজনের তুলনায় অনেক কম

author-image
IE Bangla Web Desk
New Update
দূরত্ববিধি শিকেয় তুলে বাড়ছে নিত্য যাত্রীদের বাসে ওঠার ঠেলাঠেলি

যত আসন তত যাত্রী, তবে কেউ দাঁড়াতে পারবেন না— প্রথমদিকে এই বিধি মেনে শহরে বাস চলার কথা ছিল। এখন সেসবের বালাই নেই সরকারি বাস প্রয়োজনের তুলনায় অনেক কম এবং বেসরকারি বাস ঠাঁসাঠাসি করে যাত্রী তুলছে বলে অভিযোগ অনেক নিত্য যাত্রীদের। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata COVID-19