/indian-express-bangla/media/media_files/2024/10/25/1H2kyXwaQG06wA6QQbVa.jpg)
Digha, Mandarmani, Gangasagar Cyclone Dana Effect: দানার তাণ্ডবে কী অবস্থা দিঘা, মন্দারমণি এবং গঙ্গাসাগরের দেখুন
/indian-express-bangla/media/media_files/2024/10/25/SSo63zu8a4ue14pNDD0M.jpg)
ল্যান্ডফল শেষেই অতি গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'দানা'। বাংলার উপকূল অঞ্চলে প্রবল দুর্যোগ।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/H9IZojnfcRmL67pP89I7.jpg)
বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মাঝে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। দানার প্রভাবে প্রবল দুর্যোগ ওড়িশায়। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব এরাজ্যেও।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/ljE0TtSK5tzKC71iYs8l.jpg)
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পাড়ে।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/2vdEdjsM7F9Rrqiv6Prr.jpg)
বুধবার থেকেই দিঘা খালি করার কাজ শুরু করে দেয় প্রশাসন। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর শুক্রবার সকালে খাঁ খাঁ করছে দিঘার সৈকত সংলগ্ন এলাকা।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/iCnnvybxfR3703ZBf4hg.jpg)
শুক্রবার সকালে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দানা। তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টি শুক্রবার সকাল থেকেই।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/BqjKKQ84VbIYI2usFQPs.jpg)
দিঘায় শুক্রবার সকালে সৈকত সংলগ্ন এলাকায় কিছু দোকানপাট খুলেছিল। পুলিশ মাইকিং করে দোকান বন্ধ করার নির্দেশ দেয়।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/IFmrzDjlOok9Yyf2kHyw.jpg)
বেলা বাড়তেই দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখতে মানুষজন আসেন। তবে প্রশাসনের তরফে মাইকিং করে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হয়।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/AYKsv5XuIn2UD1WWZB5a.jpg)
প্রবল দুর্যোগ দেখা যায় বকখালি-ফ্রেজারগঞ্জেও। উপকূলের বাসিন্দাদের আশ্রয় শিবিরগুলিতে এনে রাখা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/L6Dd9PR8Gd72crMEKpeD.jpg)
ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের উপকূলবর্তী এলাকায় দুর্যোগের বহর বেশ বেড়েছে। সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/Ibjnhv9Al5wLOxFZUQK3.jpg)
ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ ২৪ পরগনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ঝাপটায় উপকূল তীরবর্তী এলাকায় এরকম অনেক কাঁচা-পাকা বাড়ি ভেঙেছে।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/qc4LC6y754YpdtYRhhgt.jpg)
সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। নদীর বাঁধগুলি ঠিক আছে কি না পুলিশ-প্রশাসনের আধিকারিকরা তদারকি করছেন।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/B7wQa4Avym3UvvbAvjSZ.jpg)
ঘূর্ণিঝড় দানার দাপটে ভয়ঙ্কর অবস্থা! কী পরিস্থিতিতে রয়েছেন বাসিন্দারা, সেকথা জানাচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/atLQC8DQlNRynTl36lYh.jpg)
ঘূর্ণিঝড় দানার বড়সড় প্রভাব পড়েছে গঙ্গাসাগরে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে কপিলমুনির আশ্রম চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। কপিলমুনির আশ্রম চত্বর গোটাটাই জলমগ্ন হয়ে গিয়েছে। শুধু কপিলমুনির আশ্রমই নয়, লাগোয়া নিচু এলাকা গুলিতেও হু-হু করে জল ঢুকছে।