New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/bulbul-cyclone-Cover.jpg)
দীঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। শেষমেশ কোন পথে এগোবে, তা নিয়ে এখনও রয়েছে কিছু ধোঁয়াশা। ছবি: শশী ঘোষ
গত ৬ ঘন্টায় গতি বৃদ্ধি করল ঘূর্ণিঝড় বুলবুল। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সন্ধের পর কিংবা মধ্যরাতেই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বুলবুল। পরবর্তীতে তার শক্তিক্ষয়ের কথাও বলা হয়েছে রিপোর্টে। ছবি- শশী ঘোষ রাজ্যে জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। গত ছয় ঘন্টায় ১৫ কিমি প্রতি ঘন্টার গতিবেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বুলবুল, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছবি: শশী ঘোষ শনিবার সকাল থেকে দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। কলকাতার বিভিন্ন জায়গায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। ছবি: শশী ঘোষ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সঙ্গে ‘ফাইট’ করতে প্রস্তুত কলকাতা পুরসভা। শনি ও রবিবার পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। মেয়র ফিরহাদ হাকিম নিজে সেই কন্ট্রোল রুমের তদারকি করবেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে কলকাতার মেয়র জানিয়েছেন, "বুলবুলের সঙ্গে লড়াই করব, ফণীর মতো পালিয়ে যাবে।" ছবি: শশী ঘোষ বুলবুলের কারণে বৈদ্যুতিক সুরক্ষার জন্য কিছু এলাকায় বৈদ্যুতিক সরবরাহ বন্ধ রাখা হবে, এমনটাই জানিয়েছে কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)। ঝড় পরবর্ত্তী বিপর্যয় মোকাবিলা করার চব্বিশ ঘন্টা কাজ করবে সিইএসসির সব দফতর। ছবি: শশী ঘোষ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে হানা দিতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। ছবি: শশী ঘোষ ঝড়ের মোকাবিলায় কিছু কিছু অবশ্য কর্তব্য - কোনও গুজবে কান দেবেন না। শান্ত থাকুন। টিভি, রেডিও ও ওয়েব মাধ্যমে খবরাখবর নিন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। মূল্যবান জিনিস, নথিপত্র জলনিরোধক বাক্সে রাখুন। বাড়িতে শুকনো খাবার মজুত রাখুন। বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখুন। টর্চ, দেশলাই, মোমবাতি রাখুন। গৃহপালিত পশুদের সুরক্ষিত স্থানে রাখুন। ছবি: শশী ঘোষ অবশ্য কর্তব্য, বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতের ছেঁড়া তার থেকে দূরে থাকুন। ঝড়ের সময় বাড়িতে থাকুন। বাইরে থাকলে সুরক্ষিত স্থানে থাকুন। ছবি: শশী ঘোষ শনিবার দুই ২৪ পরগণা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। র আগে মে মাসে ফণী প্রকোপ থেকে বাঁচতে আগাম সতর্কতা জারি করেছিল রাজ্য সরকার। ছবি: শশী ঘোষ শনিবার মাঝরাতেই সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে চলেছে প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বুলবুলের জেরে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি সমুদ্রসৈকতে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। ১০ নভেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রসৈকতে তাঁদের যেতে বারণ করা হয়েছে। ছবি: শশী ঘোষ