নববর্ষের প্রথম দিনে জমজমাট দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। পযলা বৈশাখের সকাল থেকেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে ভিড় ভক্তদের।পয়লা বৈশাখের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে হাজির ব্যবসায়ীরাও। হালখাতা নিয়ে পুজোর লাইনে এক ব্যবসায়ী।পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নয়া সাজ।প্রচণ্ড রোদ উপেক্ষা করেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে এক ভক্ত।বাংলার নতুন বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী নয়া সাজে। মন্দিরের বাইরে মায়ের কাছে মঙ্গলকামনার পুজো দিতে ভক্তদের বিপুল সমাগম।সূর্যের গনগনে তেজ উপেক্ষা করেই পয়লা বৈশাখের সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুন্যার্থীদের উপচে পড়া ভিড়।দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।গোটা বছর ভালো কাটার কামনা করে মা ভবতারিণীর কাছে আজ পুজো দান অগণিত ভক্তের।