/indian-express-bangla/media/media_files/2025/04/29/j2T2cRelm0QxcT4WiSXm.jpg)
Jagannath Temple: দিঘার অপরূপ জগন্নাথ মন্দির।এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/zUzSaZoxU6PGZeMHhv8L.jpg)
Jagannath Temple: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে রাতের আলোয় মন্দিরের সেই অপরূপ ছবি। দিঘায় সুবিশাল জগন্নাথ দেবের মন্দিরের একেবারে উপরিভাগের অংশ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/QokSpbkeds1szZo25Grh.jpg)
Mamata Banerjee: মন্দিরের উদ্বোধন বুধবার হলেও সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজের তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। দিঘার রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/Fh6p74lsuzsQe7sY9w0r.jpg)
Jagannath Temple in Digha: সোমবারই মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। মন্দিরের ভিতরের অপরূপ সাজসজ্জা খুঁটিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/dfuHahiho9VYiaGiXXWQ.jpg)
Digha: রঙিন আলোয় সেজে উঠেছে পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘার রাস্তাঘাট। দিঘার এমন রূপে পর্যটকরাও আনন্দে আপ্লুত। মন্দিরের উদ্বোধনের আগেই সাজো সাজো রব গোটা সৈকতনগরীতে। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/mPZw7EliI5iOEmcOXzRL.jpg)
Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে পৌঁছে গিয়েছেন অরূপ বিশ্বাস-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজের তদারকি মুখ্যমন্ত্রীর। সঙ্গে থাকা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের অহরহ প্রয়োজনীয় কাজের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যয়ের। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/DZocsiuPMZVghbNoVf6O.jpg)
Jagannath Temple: রাতে মন্দির চত্বরের এমন মায়াবী রূপে মোহিত না হয়ে পারবেন না! বাহারি আলোয় এ যেন মোহময়ী পরিবেশ মন্দির প্রাঙ্গণে। বুধবারই দিঘায় সুবিশাল এই জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/zBrIVUNPCSg9tuIUm2Wh.jpg)
Jagannath Mandir: বাহারি আলোয় সেজে উঠেছে দিঘার জগন্নাথ দেবের মন্দির। রাতে দিঘার মন্দিরের এমন রূপ সত্যিই অনবদ্য! দিঘার মন্দিরের রাতের অপরূপ ছবি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।