/indian-express-bangla/media/media_files/GCd0uIzatune8KxWxHmP.jpg)
Durga Puja 2024: দেবীপক্ষের অনেক আগেই মা আসেন ট্যাংরার দাস বাড়িতে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/media_files/ADsOUO6QvfPkF87526yA.jpg)
দাস বাড়ির পুজো শুরু
ট্যাংরার শীল লেনে দাস বাড়িতে আজ, বুধবার থেকে শুরু হয়ে গেল এ বছরের দুর্গাপুজো।
/indian-express-bangla/media/media_files/dQgaEAbvv31a1r31lGrI.jpg)
দেবীপক্ষের আগেই পুজো শুরু
আগামী ৯ অক্টোবর ষষ্ঠী, পুজো শুরু। তার আগেই দাস বাড়িতে দুর্গা পুজো শুরু করে হয়ে গিয়েছে। চলবে আগামী ১৫ দিন।
/indian-express-bangla/media/media_files/bE4h7o00ZfVkd3py3Njy.jpg)
পুজো চলবে ১৫ দিন ধরে
আগামিকাল, বৃহস্পতিবার থেকে নিত্যপুজো হবে মহালয়া পর্যন্ত। একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো।
/indian-express-bangla/media/media_files/DE5ZEM3f22NDQtgpHWQJ.jpg)
সপ্তমী থেকে নবমী মহাপুজো
এরপর মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত হবে মহাপুজো। বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন।
/indian-express-bangla/media/media_files/y4NtGUIVjxevimNYbuIR.jpg)
দাস বাড়িতে পুজো শুরু
দুপুর থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে, তাই স্বাভাবিকভাবেই দাস বাড়ি গমগম করছে । বর্তমানে বাড়ির বাসিন্দারা আনন্দ পালিত রোডে থাকলেও পুজো হয় শীল লেনে, দাসদের দুই পুরুষের আদি বাড়িতেই।
/indian-express-bangla/media/media_files/zd17GdguMMm572QrpI3n.jpg)
রাধা-কৃষ্ণের পাশেই দুর্গাপুজো
সেখানে বাড়ির দেবতা রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর জায়গা। দাস পরিবারের দুই সন্তান। দিদি পেশায় চিকিৎসক মৌমিতা দাস এবং ভাই প্রসেনজিৎ দাস পেশায় ইঞ্জিনিয়ার।
/indian-express-bangla/media/media_files/OkvsyHamjscRcYitLOKp.jpg)
পুজোয় স্বপ্নাদেশ আছে?
পুজোয় কোনও স্বপ্নাদেশ নেই। যেটা রয়েছে সেটা হল ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখা। ২০০৭ সাল থেকে শুরু হওয়া পুজো এ বছর ১৮তম বছরে পড়ল।