করোনা অতিমারীর মধ্যেও সারা হল দুর্গাপুজো। উদযাপনে খামতি হলেও উৎসবে মেতে ছিল বঙ্গবাসী। হাইকোর্টের নিয়ম মেনেই মা দুর্গাকে দূর থেকেই প্রণাম চলেছে এ বছর। কিন্তু দশমী মানেই যেন মন খারাপ। এবার বিদায় পালা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রতিমা পুজার সর্বশেষ ধাপ হল বিসর্জন। জলের মাধ্যমেই মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়, সেই জন্যই গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এই রীতিই চলে এসেছে বহু বছর ধরে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ দুর্গা পূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন একটাই প্রার্থনা করা হয়, 'মা, তুমি আবার এসো আমাদের মাঝে'। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বিসর্জনের পরেই থাকে আবার একটি বছরের প্রতীক্ষা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বাঙালির সংস্কৃতিতে মা দুর্গা ঘরেরই মেয়ে। আর ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, ফেরার সময় তেমনই সবার চোখ ছলছল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ দশমীকে কেন 'বিজয়া' বলা হয়? খুঁজলে পৌরাণিক কাহিনী পাওয়া যায় মহিষাসুরের সঙ্গে ন'দিন ন'রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে বিজয় লাভ করেছিলেন দেবী দুর্গা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শ্রীশ্রীচণ্ডী কাহিনী অনুসারে, দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। পরে শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয়া দশমী এই বিজয়াকেই চিহ্নিত করেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
বিসর্জনের বাদ্যিতে উমা বিদায়, রইল আগামী বছরের প্রতীক্ষা
প্রতিমা পুজার সর্বশেষ ধাপ হল বিসর্জন। জলের মাধ্যমেই মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়, সেই জন্যই গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
Web Title: Durga pujo idol immersion gangar ghat bisarjan