Advertisment

চিনা আলোর সামগ্রীকে টেক্কা দিচ্ছে বারাসতের এই 'প্রদীপ গ্রাম'

এই গ্রামের শিল্পীরা মনে করেন চিনা সামগ্রী বর্জনের ডাক নয়, প্রতিযোগিতায় নেমে চিনা সামগ্রীকেই হারাবে তাদের হাতে তৈরি মাটির প্রদীপ।

author-image
IE Bangla Web Desk
New Update
চিনা আলোর সামগ্রীকে টেক্কা দিচ্ছে বারাসতের এই 'প্রদীপ গ্রাম'

দিওয়ালী আলোর বাজার ছেয়ে গিয়েছে চিনা সামগ্রীতে। রং বেরঙের টুনি বাল্ব, এলইডি আলোর পসরা সাজিয়ে বসছে দোকানদার। কালী পুজো হোক কিংবা দিওয়ালী মণ্ডপ থেক ঘর আলোক সজ্জাতেও থাবা বসিয়েছে সস্তার এসব চিনা আলো। এসেছে প্লাস্টিকের তৈরি প্রদীপও। কিন্তু বারাসাত থেকে একটু দূরে চালতাবেড়িয়া। আর এখানেই মাটির তৈরি হাতে গড়া প্রদীপ আর পিলসুজ এখনও সমান তালে টক্কর দিচ্ছে বাজারে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

Diwali Kali Puja kolkata
Advertisment