-
মেট্রোরেল কর্পোরেশন (কেএমআরসিএল) ও সুড়ঙ্গ নির্মাতা সংস্থা আইটিডি-আইটিডি সেম-এর কর্মীরা সাফল্যের প্রথম সিঁড়ি চড়লেন শুক্রবার। হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর সফল ট্রায়াল রান। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথমবার মাটির নীচ দিয়ে দৌড়ল মেট্রো রেল। নতুন মেট্রো লাইনে বিদ্যুৎ সংযোগের পরে এটাই ছিল প্রথম ট্রায়াল।
-
দুপুর ১২ টা নাগাদ শুরু হয়েছিল এই ট্রায়াল।
-
সল্টলেক স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে প্রথমে ফুলবাগানে পৌঁছয় মেট্রো।
-
২০১৮র জুনে সল্টলেক স্টেডিয়াম ও সেক্টর ফাইভের মধ্যে ট্রায়াল রান হয়েছিল।
-
সেক্টর ফাইভ হয়ে স্টেডিয়াম ঘুরে স্বভূমির কাছে মাটির নীচে প্রবেশ করবে নয়া মেট্রো রুট।
-
জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে জুলাই মাস থেকেই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে।
-
সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগানের দূরত্ব দেড় কিলোমিটার।
-
তারপরে শুরু হবে স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোপথ।
-
সেক্টর ফাইভ হয়ে স্টেডিয়াম ঘুরে স্বভূমির কাছে মাটির নীচে প্রবেশ করবে নয়া মেট্রো রুট।
