-
ধর্মের রাজনীতি ও বিভেদ সরিয়ে এ যেন অপার মিলন। করোনাকালের সুস্থতা কামনা করেই শুক্রবার পালিত হল খুশির ইদ ও অক্ষয় তৃতীয়া। জোড়া উৎসবে মাতল হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ই। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
হিন্দুদের কাছে মূলত ব্যবসায়ীদের কাছে অক্ষয় তৃতীয়াকে শুভ দিন মেনে চলা হয়। মাস্ক বিধি, সামাজিক দূরত্ব মেনেই কালীঘাটে চলে পুজো। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
এ বারের ভয়াবহ করোনা পরিস্থিতিত দূরত্ব বজায় রেখে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে ইদের নমাজ পড়া হয় নাখোদা মসজিদে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
অন্যদিকে অনাড়ম্বরে নিয়মরক্ষার খাতিরে পালন হল অক্ষয় তৃতীয়া। কালিঘাটে করোনাকালের নিয়ম মেনেই পুজো অর্চনা হয়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
ব্যবসায়িরা এদিন অবশ্য জানিয়েছেন যে এখন উৎসব পালনের সময় নয়। সুস্থ থাকাটাই চ্যালেঞ্জ। তাই উদযাপন নয়, পুজো সারলেন নমো নমো করেই। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
ইমামেরা যেমন জানিয়েছেন এখন মানুষের মনে ভয় এবং হাতে টাকা পয়সা নেই। ফলে নতুন পোশাক অনেকেই কিনতে চাননি। খুশির ইদের খুশির ঝলক তাই নেই করোনাকালে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
