পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আজ খুশির ইদ, কলকাতার রেড রোডে নমাজ-পাঠের রঙিন নানা মুহূর্ত ক্যামেরাবন্দি দেশজুড়ে সাড়ম্বরে পালিত খুশির ইদ।Written byNilotpal Silদেশজুড়ে সাড়ম্বরে পালিত খুশির ইদ। Nilotpal Sil 22 Apr 2023 10:55 IST Follow UsNew Updateকলকাতার রেড রোডে নমাজ পাঠ। নমাজ পাঠের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পার্থ পাল এবং শশী ঘোষ।রেড রোডে ইদের নমাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।রেড রোডে পবিত্র ইদের নমাজ পাঠ। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।উপস্থিত প্রত্যেককে পবিত্র উদের শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অভিষেককে পাশে নিয়ে ইদের শুভেচ্ছা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বড়দের সঙ্গে ইদের নমাজে হাজির ছোটরাও।নমাজ শেষে সৌহার্দ্যের কোলাকুলি। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।সূর্যের গনগনে তেজ উপেক্ষা করেই রেড রোডে ইদের নমাজে হাজির আট থেকে আশি।রমজান শেষে আজ খুশির ইদ। নমাজ পাঠ এক বৃদ্ধের। শনিবার সকালে রেড রোডের নমাজে এক ঝাঁক খুদে।কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এদিন রেড রোডে নমাজ পড়তে এসেছিলেন বহু ধর্মপ্রাণ মুসলিম।পবিত্র ইদের দিনে রেড রোডে ফি বারের চেনা ছবি।বড়রা ব্যস্ত নমাজ পাঠে। খুদের চোখ ক্যামেরায়।টানা একমাস রোজা শেষে আজ ইদের নমাজ পাঠ।রমজান শেষে আজ ইদের নমাজ পাঠ করতে রেড রোডে সেই চেনা ভিড়।ইদের দিনে নতুন জামা পরে রেড রোডের নমাজ পাঠে হাজির এক শিশুকন্যাও।মহান আল্লাহর কাছে ইদের দিনে প্রার্থনা।ইদের সকালে প্রতিবারের মতো রেড রোডের চেনা ছবি।বড়দের সঙ্গে এদিন নমাজ পাঠে হাজির এক শিশুকন্যা।চলছে ইদের নমাজ পাঠ। এক খুদে মগ্ন অন্য চিন্তায়। West Bengal kolkata eid Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হনএখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন