New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Saloon-Cover.jpg)
মানুষকে দেখতে সুন্দর করা যাদের কাজ তাদেরকেই বলে নরসুন্দর। সহজ ভাষায় নাপিত। মানুষের সৌন্দর্যের অন্যতম উপকরণ চুল। এই চুল নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। সেই জন্যে প্রথম থেকেই কেশবিন্যাসের কারিগর নাপিতের কদর ও প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। শুধু বদল ঘটেছে তাদের কাজের জায়গার। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ