Advertisment

নবান্নের নাকের ডগায় মিছিল, নীল-সাদা বাড়ির ঢিল ছোড়া দূরত্বে তুমুল উত্তেজনা

RG Kar Protest-Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজ ডাক দিয়েছিল নবান্ন অভিযানের। বিজেপি এই অভিযানকে সমর্থন জানিয়েছিল। তবে আজকের নবান্ন অভিযানের অন্তরালে বড়সড় চক্রান্তের আঁচ করেছিল পুলিশ। সেই মতো পুলিশে পুলিশে ছয়লাপ করে ফেলা হয় কলকাতা-হাওড়ার বিভিন্ন এলাকা। নবান্নের কাছে কার্যত দুর্গ গড়ে ফেলেছিল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Nabanna Abhijan, RG Kar Protest, নবান্ন অভিযান, আরজি কর কাণ্ডের প্রতিবাদ

ঠিক যেন 'ব্যাটে-বলে'! মারমুখী এক আন্দোলনকারীর ইটের আঘাত থেকে বাঁচতে ঢাল এগিয়ে দিলেন এক পুলিশকর্মী। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা শহর কলকাতা-হাওড়ার বিভিন্ন অংশে। এবার আন্দোলনকারীদের একটি বিশাল মিছিল পৌঁছে যায় একেবারে নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। যদিও আগে থেকেই ওই রাস্তায় বিপুল পরিমাণে পুলিশকর্মীদর মোতায়েন করে রাখা হয়েছিল। মিছিল পৌঁছোতেই গোটা রাস্তা ঘিরে ফেলে পুলিশ। শেষমেশ লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

Advertisment

এদিন বেশ কিছুক্ষণ পুলিশের তরফে নবান্নের ৬ নম্বর গেটের সামনে থাকা জমায়েতকে সরে যেতে অনুরোধ করা হয়। লাঠি, ঢাল টিয়ার গ্যাসের সেল নিয়ে রীতিমতো শরৎ চ্যাটার্জি রোডে নবান্নের একেবারে দোরগোড়ার ওই এলাকা দুর্গ করে ফেলে পুলিশ। আন্দোলনকারীদের পিছু হঠার অনুরোধ জানানো চলে বারেবারে। শেষমেষ লাঠি উঁচিয়ে জমায়েত সরাতে তৎপরতা নেন পুলিশকর্মীরা।  বিশাল পুলিশবাহিনী রীতিমতো মিছিল করে গিয়ে এলাকা দখলমুক্ত করার চেষ্টা চালায়। 

অন্যদিকে, এদিন প্রিন্সেপ ঘাট, চত্বরেও তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ কিয়স্ক। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ব্যাপক লাঠিচার্জ করে তেড়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাতে দেখ যায় পুলিশকর্মীদের।

gathering of protesters near Nabanna was remove by police, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আরজি কর কাণ্ডের প্রতিবাদ

Nabanna Nabanna Abhijan Bengal Police RG Kar Medical College
Advertisment