New Update
নবান্নের নাকের ডগায় মিছিল, নীল-সাদা বাড়ির ঢিল ছোড়া দূরত্বে তুমুল উত্তেজনা
RG Kar Protest-Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজ ডাক দিয়েছিল নবান্ন অভিযানের। বিজেপি এই অভিযানকে সমর্থন জানিয়েছিল। তবে আজকের নবান্ন অভিযানের অন্তরালে বড়সড় চক্রান্তের আঁচ করেছিল পুলিশ। সেই মতো পুলিশে পুলিশে ছয়লাপ করে ফেলা হয় কলকাতা-হাওড়ার বিভিন্ন এলাকা। নবান্নের কাছে কার্যত দুর্গ গড়ে ফেলেছিল পুলিশ।
Advertisment