-
হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে তুলকালাম ডোরিনা ক্রসিং। বিজেপি নেতা অনুপম হাজরার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় অনুপমের দাবি, ‘ডিসি সেন্ট্রালই আমায় প্রথম ধাক্কা মারেন’। এদিন হিন্দু জাগরণের মিছিল ঘিরে ধর্মতলায় অনুপমের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। তৃণমূলের প্রাক্তন সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি হয়। পরে অনুপমকে তাঁর নিরাপত্তারক্ষীরা গাড়িতে তোলেন। ছবি: শশী ঘোষ।
-
ফেস-অফ! তর্কাতর্কি বিজেপি নেতা অনুপম হাজরা ও ডিসি সেন্ট্রাল সুধীর কুমারের। ছবি: শশী ঘোষ।
-
ধস্তাধস্তির মুহূর্ত। ছবি: শশী ঘোষ।
হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। মিছিলের অনুমতি ছিল না, পুলিশের এই দাবি নস্যাৎ করে অনুপম বলেন, ‘পুলিশ মিথ্যা কথা বলছে’।ছবি: শশী ঘোষ। -
অনুপম হাজরাকে গাড়িতে তোলার মুহূর্ত। ছবি: শশী ঘোষ।
-
রণংদেহী! মারমুখী ডিসি সেন্ট্রাল সুধীর কুমার। মিছিল হঠাতে লাঠি উঁচিয়ে দৌড়োলেন ডিসি সেন্ট্রাল।
গ্রেফতার হিন্দু জাগরণ মঞ্চের একাধিক সদস্য। ছবি: শশী ঘোষ। -
গ্রেফতারের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুললেন এই বিক্ষোভকারী। ছবি: শশী ঘোষ।
-
বিক্ষোভে শামিল হিন্দু জাগরণ মঞ্চের মহিলা সদস্যরাও। ছবি: শশী ঘোষ।
প্রিজন ভ্যানের এক টুকরো জানলায় ক্যামেরাবন্দি প্রতিবাদী মুখ। ছবি: শশী ঘোষ। -
মেটিয়াবুরুজে এক শিক্ষকের উপর হামলার ঘটনার প্রতিবাদে এদিন মিছিলের ডাক দেয় হিন্দু জাগরণ মঞ্চ। ওই শিক্ষক আরএসএস কর্মী বলে দাবি বিজেপির।ছবি: শশী ঘোষ।
