-
সকাল সকাল পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনায় মৎসজীবিদের জালে ধরা পড়ল বিশালাকার বিরল প্রজাতির মাছ। প্রায় আটশো কেজির এই মাছ দেখতে দিঘা মোহনা মৎস্যবন্দরে ভিড় জমান প্রচুর পর্যটক।
জানা গিয়েছে, অদ্ভুত দর্শন এই মাছটির ওজন প্রায় ৭০০ থেকে ৮০০ কিলোগ্রাম। ছবি- মানস জানা দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, এই মাছটি আসলে বিশালাকৃতির চিল শঙ্কর মাছ। প্রাথমিকভাবে এই মাছ দেখলে ভীতি সৃষ্টি হবেই। পর্যটকরা অনেকেই বলছেন, রাক্ষুসে মাছ! তবে এই প্রজাতির মাছ বছরে দু-একবার জালে ধরা পড়ে। এই ভয়ঙ্কর দেখতে মাছ দেখার জন্য পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্যামসুন্দর দাস জানান, স্থানীয় মৎসজীবী রতন জানার জালে এদিন ধরা পড়ে এই মাছটি। ২৪,৭০০ টাকার বিনিময়ে কলকাতার একটি সংস্থা কিনে নেয় এই আটশো কেজির চিল শঙ্করটিকে। -
ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাসের কথায়, খেতে খুব সুস্বাদ না হলেও মাছের পরিপূরক হিসেবে এটি ব্যবহৃত হয়। ছবি- মানস জানা
