পেঁপের গুণ সকলেরই জানা। কিন্তু এক পেঁপের ভিতর থেকেই যদি পরপর পেঁপে বেরোতে থাকে, তবে? হ্যাঁ! এমনই অবাক করা দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরে।
দনীপুরের বাসিন্দা নির্মল বৈতালিক এর বাড়ির গাছের পেঁপেতে বীজের বদলে শুধুই পেঁপের সমারোহ।
কৌতুহলবশত গাছের অপর আরেকটি পেঁপে কাটতেও সেই এই দৃশ্য ধরা পড়ল।
বিরল দৃশ্য হলেও কৃষি বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বর্মন বলেন যে এই ধরনের ঘটনা দেখা যায় গাছের জিনঘটিত পরিবর্তনের কারণে।
অতিবেগুনী রশ্মি যখন ওজন স্তর ভেদ করে পৃথিবীতে পৌঁছয়, তখন তার প্রভাব উদ্ভিদের ওপর পড়ে। এর ফলেই কিছু কিছু ফলে জিনের পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও পেঁপের পেটে এমন পেঁপে সমারোহে চোখ কপালে উঠেছে সকলেরই।