শুক্রবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যোগ দিবস পালন করল শহরবাসী। সকাল সাতটা থেকে শুরু হয় যোগ ব্যায়াম পর্ব। ইনক্রেডিবল কলকাতা, পর্যটন মন্ত্রক, ভারত সরকার ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তত্বাবধানেই এদিন ভিক্টোরিয়ার কুইনস ওয়ের উত্তর গেট সংলগ্ন মাঠে যোগ ব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছবি : শশী ঘোষ
স্বামী শিভাননন্দ সরস্বতী যোগা আশ্রমের যোগী মহারাজ এদিন যোগ মঞ্চ থেকে ২৫টি যোগাসন করান শহরবাসীকে। ছবি : শশী ঘোষ
ভিক্টোরিয়ার মাঠে এদিন উপস্থিত ছিলেন প্রায় চারশো শহরবাসী।ছবি : শশী ঘোষ
ছবি : শশী ঘোষ
এদিন যোগব্যায়ামের সঙ্গে বাঁশি ও তবলায় সংগত দিচ্ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায় ও তার দল নিয়ে।ছবি : শশী ঘোষ
এদিন উপস্থিত ছিলেন দেব শঙ্কর হালদার। শুধু আজকের দিনেই নয় সারাবছর নিয়ম করে যোগব্যায়াম করার পরামর্শ দেন তিনি। ছবি : শশী ঘোষ
শুধু কলকাতায় নয়, বিশ্বজুড়ে ২১ জুন ইনক্রেডিবল ইন্ডিয়া আয়োজন করেছেন যোগব্যায়াম দিবসের। ছবি : শশী ঘোষ
দেখতে দেখতে এ বছর পাঁচে পা দিল আন্তর্জাতিক যোগ দিবস। শুধু প্রধানমন্ত্রীই নন, যোগ দিবসের অনুষ্ঠানে সোৎসাহে তাল মিলিয়েছেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও।ছবি : শশী ঘোষ
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাল ঝাড়খন্ডের রাজধানী। রাঁচির প্রভাত তারা মাঠে সকাল ৭ টায় যোগাসন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার রাঁচি শহরে প্রায় একাধিক মানুষ অংশগ্রহণ করেছেন যোগব্যায়াম অনুষ্ঠানে।ছবি : শশী ঘোষ