New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/A-winter-Morning-in-the-city-of-Joy-Express-Photo-Shashi-Ghosh-8.jpg)
শীতের শহরের চিত্র। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
অপেক্ষা ছিল দীর্ঘ। অবশেষে ঝঞ্ঝা কাটিয়ে রাজ্যে প্রবেশ করল শীত। বুধবার থেকেই কমেছিল তাপমাত্রার পারদ। এবার রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় জমতে পারে শহর কলকাতা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বৃহস্পতিবার তাপমাত্রা নেমেছে ১১.৭ ডিগ্রি সেন্টিগ্রেডে। মরশুমের শীতলতম দিনে ফের তাপমাত্রা কমতে পারে ১০ ডিগ্রিতে, এমনটাই জানাল হাওয়া অফিস। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে।এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে শীতের দাপট। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ এতদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আটকে ছিল শীতের প্রবেশ। তবে বড়দিনের আগে জমিয়ে ঠান্ডা পড়ায় খোশ মেজাজে বঙ্গবাসী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শীতের সকালে বারান্দায়-রাস্তায় মিঠে রোদ এখন শহরের রোজনামচা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ মঙ্গলবার রাত থেকেই উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে বাংলা জুড়ে। শীতপ্রেমী বাঙালি মনও এদিকে নলেন গুড়ের সুবাসে মেতে উঠেছে। অপেক্ষা শুধু ভিক্টোরিয়া-ময়দান-তারামন্ডল-চিড়িয়াখানা দর্শনে শামিল হওয়ার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শহরে জাঁকিয়ে শীতের আভাস। শুধু তাই নয়, রীতিমতো রেকর্ড পতন তাপমাত্রার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শীতের থাবায় আগুনেই ভরসা রাখছে নাগরিক জীবন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শুকনো ডালপালা পুড়িয়ে আগুনের আঁচেই শীতযাপন কলকাতার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ