/indian-express-bangla/media/media_files/2025/10/19/top-10-best-kali-puja-pandal-in-kolkata-you-must-visit-in-2025-2025-10-19-16-17-41.jpg)
আলোর উৎসবের রঙে রঙিন কলকাতা, এই সেরা পুজোগুলি মিস করবেন না
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-6-2025-10-19-15-21-15.jpg)
দুর্গাপুজোর পর আবারও উৎসবমুখর গোটা দেশ
দুর্গাপুজোর পর আবারও উৎসবমুখর গোটা দেশ। সেই সঙ্গে আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে প্রাণের শহর কলকাতাও। শহরজুড়ে চোখধাঁধানো কালীপুজোর আলোকসজ্জা ও সেই সঙ্গে উন্মাদনা। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধনে, শহরের নানা প্রান্তে পালিত হচ্ছে কালীপুজো—কোথাও শতাব্দী প্রাচীন মন্দিরে, আবার কোথাও বিশাল মণ্ডপে থিমের বহরে চমক এবং বিশালতা। এক নজরে দেখে নেওয়া যাক, এ বছরের কালীপুজোয় কলকাতার কোন কোন মণ্ডপ ও মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়বে।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kolkata-kali-puja-2025-famous-temples-pandals-to-visit-2025-10-19-16-19-25.jpg)
দক্ষিণেশ্বর কালীমন্দির
উত্তর কলকাতার গর্ব দক্ষিণেশ্বর কালীমন্দির, যা প্রতিষ্ঠা করেন রাণী রাসমণি ১৮৫৫ সালে। ভবতারণী রূপে দেবী কালী এখানে পূজিত হন। কালীপুজোর রাতে এই ঐতিহাসিক মন্দিরপ্রাঙ্গণ সোনালী আলোয় ঝলমল করে ওঠে। প্রতি বছর লক্ষাধিক ভক্ত মায়ের দর্শনে মন্দিরে ভিড় করেন। রাতের আরতি, আলোক সজ্জা সৃষ্টি করে এক নৈসর্গিক পরিবেশের।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/top-10-kalipuja-kolkata-2025-10-19-16-20-30.jpg)
কালীঘাট কালীমন্দির
৫১ শক্তিপীঠের অন্যতম কালীঘাট মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরে দেবী পূজিত হন কালিকা রূপে—যিনি একাধারে ভয়ঙ্কর ও স্নেহময়ী। কালীপুজোর রাতে গোটা কালীঘাট মন্দির চত্ত্বরে ভক্তসমাগমে ভরে ওঠে।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/top-kali-puja-pandals-and-temples-to-visit-in-kolkata-in-2025-2025-10-19-16-21-26.jpg)
ঠনঠনিয়া কালীবাড়ি
বিধান সরণির ইতিহাস মাখা শতাব্দী প্রাচীন ঠনঠনিয়া কালীবাড়ির পুজোর এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। মন্দিরের শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ হাজার হাজার ভক্তকে মোহিত করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-16-22-35.jpg)
ফাটা কেষ্ট কালীপুজো
৬৫ বছরেরও বেশি পুরনো এই পুজো শুরু হয়েছিল ১৯৫৭ সালে কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ‘ফাটা কেষ্ট’-র হাত ধরে। প্রতিবছর এই মণ্ডপে দেখা যায় ঐতিহ্যবাহী রীতির সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধন, যা এখন কলেজ স্ট্রিটের অন্যতম আকর্ষণ।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-16-23-59.jpg)
চেতলা ডাকাত কালী
চেতলার এই পুজো প্রায় ৫৫০ বছরের পুরনো। স্থানীয়দের বিশ্বাস, এখানে পূজিত দেবীর গোটা অঞ্চলকে রক্ষা করেন। কালীপুজোর রাতে অলঙ্কার ও ফুলে সজ্জিত মূর্তি দর্শনার্থীদের মুগ্ধ করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-16-24-45.jpg)
আরাধনা সমিতি, আলিপুর
আলিপুরের আরাধনা সমিতির পুজো এবার ৭৮ বছরে পড়ল। এখানে পূজিত হন দেবী চামুণ্ডা। নিয়ম-শৃঙ্খলা, নিরবতা ও ভক্তির আবহে এই পুজো শান্ত অথচ গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-16-25-34.jpg)
এবিএস স্পোর্টিং ক্লাব, দক্ষিণ কলকাতা
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় কমিউনিটি পুজো এবিএস স্পোর্টিং ক্লাবের কালীপুজো এ বছর ৬৮ তম বর্ষে পা দিল। বিশাল ৩০ ফুট উঁচু চামুণ্ডা কালী মূর্তি ও আকর্ষণীয় থিম এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। প্রতি বছরই দর্শকদের জন্য তারা উপস্থাপন করে নতুন কনসেপ্ট ও সৃজনশীলতা।