Advertisment

করোনায় বন্ধ হয়েছে কলকাতার প্রাচীন 'মাসাজ পার্লার' আর উড়িয়া বামুনের পুজো

যদিও গত বছর পর্যন্ত এই ছবি ছিল সকলের চেনা। এই বছরের মার্চ থেকে কলকাতার সব চেনা ছবিই যেন অচেনা হয়ে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
বাবুঘাট,babughat, কলকাতা, kolkata, গঙ্গাঘাট, ganga ghat, ধর্মতলা, dharmatala, দুর্গাপূজা ২০২০, durga puja 2020, দুর্গাপুজা, Durgapuja, উড়িষ্যা, orissa, তর্পণ, tarpan, গঙ্গাস্নান, Esplanade, ব্রাহ্মণ, Brahmin, করোনা, Corona, কোভিড-১৯, Covid-19, করোনা মহামারী, Corona Pandemic

কলকাতার গঙ্গারঘাট জুড়ে রয়েছে গল্প আর ইতিহাস। কোন সওদাগর কখন বাণিজ্যের জন্যে এসে এই শহরে ঘাটি গেড়েছিল তা ইতিহাসের বইয়ের পাতায় লেখা আছে। গঙ্গাপারের এরকম ঘাটগুলোই কলকাতার অন্যতম ঐতিহ্যের জায়গা হয়ে গিয়েছে। এরকমই একটি ঘাট বাবু রাজ চন্দ্রের ঘাট। যাকে আমরা বাবুঘাট নামে চিনি। বাবুঘাট বলতেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে। তা হল বড়ো ভিড়ওয়ালা ঘাটে এক পাশে তেল মালিশ করছে কিছু ষণ্ডা মতন লোক আরেক পাশে টিকি ধারি ব্রাহ্মণের পুজো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata corona
Advertisment