/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/saint-cover.jpg)
কলকাতার গঙ্গারঘাট জুড়ে রয়েছে গল্প আর ইতিহাস। কোন সওদাগর কখন বাণিজ্যের জন্যে এসে এই শহরে ঘাটি গেড়েছিল তা ইতিহাসের বইয়ের পাতায় লেখা আছে। গঙ্গাপারের এরকম ঘাটগুলোই কলকাতার অন্যতম ঐতিহ্যের জায়গা হয়ে গিয়েছে। এরকমই একটি ঘাট বাবু রাজ চন্দ্রের ঘাট। যাকে আমরা বাবুঘাট নামে চিনি। বাবুঘাট বলতেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে। তা হল বড়ো ভিড়ওয়ালা ঘাটে এক পাশে তেল মালিশ করছে কিছু ষণ্ডা মতন লোক আরেক পাশে টিকি ধারি ব্রাহ্মণের পুজো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ