West Bengal News Highlights: 'হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও', সনাতনের উপর আক্রমণে গর্জে উঠলেন শুভেন্দু

West Bengal News Highlights 23 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 23 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengali News Today, election results live updates,arvind kejriwal, delhi election result, election results,west bengal news,aap,দিল্লির বিধানসভা নির্বাচন, delhi election commission,delhi election result,news of west bengal, delhi election results live, delhi election results 2025, election results 2025,AAP, delhi election result 2025,latest bengali news,news in west bengal,bengali news, delhi election results live update, eci delhi election results 2025, suvendu adhikari,দিল্লির বিধানসভা ভোটে জয়ী বিজেপি,শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Latest West Bengal News Highlights: সনাতনীদের উপর অত্যাচার, ফের পথে  শুভেন্দু অধিকারী। দোলে অশান্তির অভিযোগে হলদিয়ায় প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতার। প্রতিবাদ মিছিলের পর পথ সভা করবেন শুভেন্দু। ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক। হাই কোর্টের অনুমতিতে আজ এই মিছিলের আয়োজন হয়।  দুপুর দেড়টা থেকে চারটের মধ্যে মিছিল শেষ করার নির্দেশ আদালতের। জেলা বিজেপির তরফে জানানো হয়েছে হাইকোর্টের সব নির্দেশ মেনেই এদিনের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।পুলিশকে ঘরে ঢুকিয়ে দিক বা ক্ষমতা কেড়ে নিক তৃণমূল একঘন্টায় ধুয়ে মুছে সাফ। তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রেখেছে পুলিশ'ই পথ সভা থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী । এদিনের সভা থেকে বিরোধী দল নেতা বলেন, 'দিল্লিতে ১০ শতাংশ বাড়ি থেকে বেড়িয়েছে তাতেই ঝাড়ু সাফ। ২৫-এর কেজরিওয়াল গেছে ২৬ এ তৃণমূলকে ঝেটিয়ে বিদায় করতে হবে', হুঙ্কার শুভেন্দুর। '২০ বছর আগে যে মরে গেছে সেও ভোট দিয়েছে' ভুয়ো ভোটার ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর। 

Advertisment

শুভেন্দুর নেতৃত্বে হলদিয়ায় প্রতিবাদ মিছিল। হলদিয়ার মিছিলে 'হিন্দু হিন্দু ভাই ভাই' প্ল্যাকার্ড। মঞ্চ থেকে হুঙ্কার ছুঁড়ে শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,  "মমতা  বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লাখ বেকার তৈরি করেছেন।  বিধানসভায় বিরোধী দলনেতা বাইরে রেখে ২টো অবৈধ বিল পাস করানো হয়েছে। শিল্প বিল  নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর। এদিনের মিছিল থেকে বিরোধী দলনেতা বলেন, '২০ হাত অন্তর অন্তর মদের  লাইসেন্স দিয়ে রাজ্য আজ মদময়'। দিল্লিতে আপ সাফ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, '২৫-এ দিল্লিতে ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে'।  প্রাইভেট বারে বাংলার মা, বোন দিদিরা কাজ করবেন, পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে আপনাকে এই কাজ করতে হবে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে বিজেপি।  বাংলায় তোষণের রাজনীতি, মুসলিম লীগ ২ সরকার চলছে। আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছে। আমি ভয় পাই না। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের দিন কেন পার্ক সার্কাসে মিছিল প্রশ্ন শুভেন্দুর।মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা নিয়ে মমতাকে খোঁচা। মঞ্চ থেকেই বিরোধী দলনেতার বার্তা 'মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান'! 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ দুই নেতার মধ্যে বৈঠকের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। এই তথ্য জানিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২২ মার্চ) সংসদীয় কমিটির বৈঠকে এস জয়শঙ্কর বলেন, আসন্ন আঞ্চলিক গোষ্ঠী বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন,  বিমসটেক-এ অংশগ্রহণ করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।  তিনি  আরও জানান যে প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবেন। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী- মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন কিনা এবং তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কিনা জানতে চাইলে, জয়শঙ্কর কোনও প্রতিশ্রুতি দেননি এবং বলেন যে এই বিষয়ে বিবেচনা করা হচ্ছে।

  • Mar 23, 2025 16:15 IST

    West Bengal News Live: 'তোষণের রাজনীতি, বাংলায় মুসলিম লীগ ২ সরকার চলছে', মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

    শুভেন্দুর নেতৃত্বে হলদিয়ায় প্রতিবাদ মিছিল। হলদিয়ার মিছিলে 'হিন্দু হিন্দু ভাই ভাই' প্ল্যাকার্ড। মঞ্চ থেকে হুঙ্কার ছুঁড়ে শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,  "মমতা  বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লাখ বেকার তৈরি করেছেন।  বিধানসভায় বিরোধী দলনেতা বাইরে রেখে ২টো অবৈধ বিল পাস করানো হয়েছে। শিল্প বিল  নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর। এদিনের মিছিল থেকে বিরোধী দলনেতা বলেন, '২০ হাত অন্তর অন্তর মদের  লাইসেন্স দিয়ে রাজ্য আজ মদময়'। দিল্লিতে আপ সাফ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, '২৫-এ দিল্লিতে ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে'।  প্রাইভেট বারে বাংলার মা, বোন দিদিরা কাজ করবেন, পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে আপনাকে এই কাজ করতে হবে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে বিজেপি।  বাংলায় তোষণের রাজনীতি, মুসলিম লীগ ২ সরকার চলছে। আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছে। আমি ভয় পাই না। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের দিন কেন পার্ক সার্কাসে মিছিল প্রশ্ন শুভেন্দুর।মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা নিয়ে মমতাকে খোঁচা। মঞ্চ থেকেই বিরোধী দলনেতার বার্তা 'মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান'! 



  • Mar 23, 2025 15:54 IST

    West Bengal News Live: পরিবারগুলি রাস্তায় নির্জলা দিন কাটাচ্ছেন, মমতা বিদেশ সফর উপভোগ করছেন, হাওড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীকে খোঁচা

    ব্যর্থ মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে তখন হাওড়ায় বেলগাছিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন। সেখান থেকে নবান্ন ঢিল ছোঁড়া দূরত্বে। পুরো এলাকাটি ধসে পড়ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে। বিষাক্ত মিথেন গ্যাস পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। পরিবারগুলি রাস্তায় নির্জলা দিন কাটাচ্ছেন। বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন।  

    এটাই প্রথমবার নয়! বাংলার মানুষ এর আগেও এমন দুর্যোগের মুখোমুখি হয়েছে, তবুও মমতার জনবিরোধী সরকার এই ধরণের ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। কেন? কারণ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, তারা অবৈধ ব্যবসা থেকে মুনাফা লাভের চিন্তায় মত্ত ছিলেন। দিনের পর দিন তারা জনসাধারণের টাকা লুট করেছেন।এখন, হাজার হাজার মানুষ সবকিছু হারিয়ে ফেলার পর, সরকার পদক্ষেপ নেওয়ার ভান করছে। বছরের পর বছর ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের চেয়ে নিজের বিলাসিতাকে প্রাধান্য দিয়েছেন। দরিদ্র ও অসহায় পরিবারগুলি কষ্ট পাচ্ছে, অন্যদিকে তিনি বিদেশ ভ্রমণ উপভোগ করছেন! এই নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির কারণে বাংলা আর কতদিন ভুগবে? মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন জনগণের ত্রাতা হওয়ার ভান করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবেন? এটি কেবল ব্যর্থতা নয় এটি অপরাধমূলক অবহেলা! বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!



  • Advertisment
  • Mar 23, 2025 12:40 IST

    West Bengal News Live: তৃণমূলে সৎ-অসৎ লড়াইয়ে জয়ী কে?

    উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতাতে পূর্ব বারাসাতে সমবায় ভোট ছিল শনিবার । তৃণমূলের দুই গোষ্ঠীর আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল। ১২ আসনের জন্য ২৪ প্রার্থী লড়াই করেছিল। ৮ আসন জয়ী হয়ে বিক্ষুব্ধ প্রার্থীদের হয়ে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস বলেন তৃণমূলের সৎ যারা তাদের জয় হয়েছে আর তৃণমূলের অসৎ যারা তাদের হার হয়েছে।  সমবায় ভোট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অন্যদিকে তৃণমূলের দলীয় প্রার্থীদের মধ্যে  ৪ প্রার্থী জয়ী হয়েছে তাদের দাবি অন্য জয়ী ৮ প্রার্থীদের মধ্যে বেশিরভাগই বিজেপির। ওদের ১২ জন প্রার্থীর মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের ছিল আর ১১ জন বিজেপির ছিল। যদিও সমবায় ভোটে তৃণমূল তৃণমূল লড়াই প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপণ মজুমদার কটাক্ষ করেছেন। তিনি বলেন তৃণমূল দলে সৎ লোক নেই। নিজেদের মধ্যে খেও খেয়ি করছে । রাজ্যের শাসক দল সমবায় ভোটে রাতের অন্ধকারে ভোট ঘোষণা করে নিজেরা নিজেরা লড়াই করছে।  ২০২৬ সালের মানুষ এর জবাব দেবে ।



  • Mar 23, 2025 11:47 IST

    West Bengal News Live: নীল-্সাদাই এখন 'বড্ড প্রিয়' রাজ্য সিপিএমের

    লাল ছেড়ে এবার সরাসরি নীলে বাম! সোশ্যাল মিডিয়ায় বদলে গেল সিপিএমের প্রোফাইল ছবি। ছিল লাল, হয়ে গেল নীল-সাদা। ২০ এপ্রিল ব্রিগেড যাওয়ার ডাক দিয়ে সিপিএমের পোস্ট। শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদল করা হয়েছে। নীল আকাশ সাদা মেঘের মাঝে বিরাজমান কাস্তে হাতুড়ি। এটা লক্ষ্যনীয় কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি। কমেন্ট বক্স ভরে উঠেছে কটাক্ষে। অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন মমতার নীল সাদা থেকে অনুপ্রাণিত রাজ্য সিপিএম। তবে কেবল প্রোফাইল পিকচার নয়, বদল করা হয়েছে কভার পিকচারও।  সেখানেও নীল-সাদা আকাশ, কাস্তে-হাতুড়ি হাতে দাঁড়িয়ে  শ্রমিক ও কৃষক শ্রেণির দুই প্রতিনিধি এবং একটি তারে ঝোলানো লাল পতাকার পাশেই বসে একটি পায়রা। সঙ্গে লেখা ‘ব্রিগেড চলো। ২০ এপ্রিল, বিকেল ৩টে।’

    cpim
    লাল ছেড়ে এবার সরাসরি নীলে বাম

     



  • Mar 23, 2025 10:51 IST

    West Bengal News Live: জাল নথি দিয়ে আসল পাসপোর্টে চাকরি! পুলিশের জালে ১৮ বাংলাদেশি


    জাল নথি দিয়ে আসল পাসপোর্টে চাকরি! বিরাট সিন্ডিকেন্টের পর্দা ফাঁস। দিল্লি পুলিশের জালে গ্রেফতার ১৮ বাংলাদেশি। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে দিল্লি পুলিশ। জালে ১৮ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয়। জাল নথির মাধ্যমে মাধ্যমে বাংলাদেশিদের আসল পাসপোর্ট তৈরির কাজ করত এই গ্যাং বলেই জানতে পেরেছে পুলিশ। বিনিময়ে, বাংলাদেশিদের থেকে মোটা টাকা আদায় করা হত। পুলিশ সিন্ডিকেটের তিন প্রধান সদস্যকে গ্রেফতার করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশ থেকে অসম , তারপর দিল্লিতে বাংলাদেশিদের নিয়ে আসা, যেখানে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হত, জাল পরিচয়পত্র তৈরি করে এবং তাদের বিভিন্ন ধরণের কাজ পাইয়ে দেওয়া হত।



  • Mar 23, 2025 09:13 IST

    West Bengal News Live: খোরপোষ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

    খোরপোষ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে বলেছে যে  স্ত্রী যদি স্বাবলম্বী হয় তাহলে তিনি কোন খোরপোষ পাবেন না।  সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্বামী-স্ত্রী উভয়ের আয় প্রায় সমান হলে খোরপোষ চাওয়া অন্যায়। আদালত বলেছে যে, স্ত্রী যদি স্বাবলম্বী হন এবং তার চাহিদা পূরণে সক্ষম হন, তাহলে তিনি স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারবেন না।



  • Mar 23, 2025 09:07 IST

    West Bengal News Live: ফের বাতিল অমিত শাহের বঙ্গ সফর


    ফের স্থগিত অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসের শেষেই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অবশেষে শেষ মুহূর্তে বঙ্গ সফর বাতিল করলেন অমিত শাহ। এপ্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, এই মুহূর্তে অমিত শাহের সফর বাতিল হয়েছে তার কারণ সামনেই ঈদ, ঈদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তাঁর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দলীয় সূত্রে খবর, এপ্রিলে তিনি বাংলায় আসতে পারেন। তবে পরিবর্তিত দিনক্ষণ এখনও স্থির হয়নি।  



  • Mar 23, 2025 08:53 IST

    West Bengal News Live: শুভেন্দুকে ফের 'গরমাগরম' হুমকি

    শুভেন্দুকে ফের 'গরমাগরম' হুমকি! দিন কয়েক ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে তাঁর 'গরমাগরম' হুমকি-হুঁশিয়ারি রীতিমতো চর্চায় ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। তা নিয়ে  দলের শৃঙ্খলারক্ষা কমিটির 'রোষের' মুখেও পড়তে হয়েছে ভরতপুরের বিধায়ককে। এক পাতার শো'কজে দু'পাতার উত্তর দিয়ে  হুমায়ুন কবীরও জানান তিনি কোনও ভুল করেননি। যদিও শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায় 'স্ট্রিক্ট অ্যাকশন' নিতে পারেন ভেবেই বোধ হয় শেষমেশ আর 'রিস্ক'টা নিতে চান নি  হুমায়ুন। সটান নিজেরই করা আগের মন্তব্য নিয়েও ক্ষমা চেয়ে নিয়েছেন হুমায়ুন। ফের এবার শুভেন্দুকে 'গরমাগরম' হুমকি দিয়ে আবারও বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, শুভেন্দুর বারুইপুর অভিযান 'সুপারফ্লপ'। ওই দিন ট্রেলার দেখিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আসল পিকচার হবে ১৩ এপ্রিল মুর্শিদাবাদে এলে। এভাবেই বিরোধী দলনেতার উদ্দেশ্যে প্রকাশ্যে হুঙ্কার ছুঁড়ে সংবাদ শিরোনামে হুমায়ুন কবীর।   



  • Mar 23, 2025 08:44 IST

    West Bengal News Live: ২০২৬-এ কত আসন পাচ্ছে বঙ্গ বিজেপি?

    ২০২৬-এর বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতায় আশার বিষয়ে আশাবাদী বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "১৮০ টি আসন পাব, বাংলার মানুষের উপর আমার সেই ভরসা আছে। যারা এখনও বিজেপিকে ভোট দিচ্ছেন না তারা ধর্মীয় উগ্রতায় মগ্ন। যেদিন তাঁরা বুঝতে পারবেন সেদিন তারা বিজেপিকেই ভোট দেবেন"। পাশাপাশি  সংখ্যালঘু ভোট নিয়েও আশাবাদী সুকান্ত। তিনি বলেন, গুজরাতে আমরা ১০-১২ শতাংশ সংখ্যালঘু ভোট পেয়েছি। রায়গঞ্জেও আমরা সংখ্যা ভোট পেয়েছি।  যদি বাংলায় সমস্ত হিন্দুরা এক হয় তাহলে ২১০টি আসন কেউ আটকাতে পারবে না"। 



  • Mar 23, 2025 07:43 IST

    West Bengal News Live: আরজি কর আন্দোলনের বদলা নিচ্ছে সরকার, ক্ষোভ উগরে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

    আরজি কর আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে সরকার। বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হয়। তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে মমতাকে বিঁধে  দিলীপ ঘোষ  বলেন, 'বাংলায় যে আইন-শৃঙ্খলার প্রকৃত অবস্থা ঠিক কেমন, আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনাই সেটা সকলের সামনে প্রকাশ করে দিয়েছে। সেই কারণেই এই গোটা ঘটনা ধামাচাপা দিতে সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাঁরা সেই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের হয় বদলি  নয়তো ভয় দেখানো হচ্ছে। কিন্তু, আন্দোলন এখনও থামানো যায়নি।'



  • Mar 23, 2025 07:40 IST

    West Bengal News Live: বন্ধু ট্রাম্পের সুস্থতার প্রার্থনায় পুতিন

    ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর 'বন্ধুর' জন্য গির্জায়  প্রার্থনা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এই তথ্য সামনে এনেছেন। পাশাপাশি পুতিন ট্রাম্পের সম্মানে একটি বিশেষ চিত্রকর্ম তৈরি করিয়ে তাঁকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন। 



  • Mar 23, 2025 07:39 IST

    West Bengal News Live: দিলীপ ঘোষের মুখ ফাটিয়ে দেওয়ার হুঁশিয়ারিতে উত্তাল বঙ্গ রাজনীতি

    দিলীপ-বচনে উত্তাল খড়গপুর! মাঝে কয়েকমাসের 'বিরতি', ফের মাঠে নেমেই ফের 'অলআউট' আক্রমণে দিলীপ ঘোষ। ফের তাঁর ঝাঁঝালো স্বরে সরগরম বঙ্গ রাজনীতি। খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। দিলীপ ঘোষ বাড়িতে না থাকাকালীন তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ শাসকদলের কর্মীদের। "এবার বাড়িতে ঢুকে মেরে আসব।" শনিবার সকালেই তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। BJP নেতার এই মন্তব্যেই ক্ষোভে ফুঁসছে এলাকার তৃণমূল নেতৃত্ব।  এর পরই দিলীপ ঘোষকে হুঙ্কার ছুঁড়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার।  সংবাদ প্রতিদিন-এর অনলাইনে  প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দিলীপকে পালটা হুঁশিয়ারি দিয়ে অপরূপা বলেছেন, 'উনি মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করলে, আমিও ওনার বাড়িতে ঢুকে মুখ ফাটিয়ে দিয়ে আসব!'



  • Mar 23, 2025 07:38 IST

    West Bengal News Live: হাসিনার দল নির্বাচনে লড়লে আপত্তি নেই বিএনপির

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল (আওয়ামী লীগ) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলে কোন আপত্তি নেই বিএনপির। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ  হাসিনার দল রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান স্পষ্ট করে দেওয়ার একদিন পর বিএনপির তরফে এই বিবৃতি সামনে এসেছে। এর আগে  বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা তাদের নেই। বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, "যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন তিনি যদি কোনও অপরাধে অভিযুক্ত না হন, ছাত্রদের হত্যার ঘটনার সঙ্গে তার কোন সংযোগ না থাকে, অথবা বিদেশে অর্থ আত্মসাৎ বা পাচার না করে থাকেন, তাহলে কেন উক্ত দল রাজনীতি করতে পারবে না?" রাজধানী ঢাকায় এক দলীয় অনুষ্ঠানে একথা বলেন তিনি। 



modi UN Bangladesh westbengal dilip ghosh RSS