Advertisment

করোনা মহামারীতে প্রদীপের আলোও গ্রাস করেছে অন্ধকার

দীপাবলি মানেই আলোর রোশনাই। একটা সময় ছিল যখন দীপাবলিতে মাটির প্রদীপই ব্যবহার করতেন সবাই। এখন সময় বদলেছে। চিনা টুনি লাইটই এখন সবার প্রথম পছন্দ।

author-image
IE Bangla Web Desk
New Update
earthen lamps, মাটির প্রদীপ, diya, দীপাবলি, Diwali, আলোকসজ্জা, festival, প্রদীপ, potters, Diwali 2020, কালীপুজা, Hindu festival, মৃৎশিল্পী, মাটির প্রদীপ, diya, দীপাবলি, diwali, আলোকসজ্জা, festival, প্রদীপ, potters, diwali 2020, কালীপুজা, hindu festival, মৃৎশিল্পী, প্রদীপের নীচেই অন্ধকার, করোনা, corona, কোভিড-১৯, Covid-19, করোনা মহামারী, Corona Pandemic, ২০২০,

যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সময় বদলেছে। সবকিছুই এখন ডিজিটাল। বর্তমানে ডিজিটাল আলোকসজ্জার কাছে হেরে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। অনেক শিল্পীদের প্রদীপ বানিয়ে আর সেরকম লাভ হয় না বললেই চলে। তবুও পুরনো অভ্যেসমত তাঁরা প্রদীপ বানানোর কাজ করে চলেন। এই বছর করোনা মহামারীর জন্যে এমনিতেই আগের তুলনায় অনেক কম সংখ্যক মাটির প্রদীপ তৈরি করেছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata Kali Puja Diwali
Advertisment