New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/baneer-1.jpg)
খুলে গেল মদের দোকান।
মঙ্গলবার থেকেই খুলে গেল মদের দোকান। সোমবার বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। ফলে এখন থেকে বাংলার সর্বত্র বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। খুচরো দোকান খেলার যে নির্দেশিকা রাজ্য দিয়েছে সেই অনুসারেই খোলা থাকবে মদের দোকান। তবে মদের দোকান খোলার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে রাজ্য প্রশাসন। বলা হয়েছে, মদের দোকান খুলতে হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। তারপরই দোকান খুলতে পারবেন মদ ব্যবসায়ীরা। মদের দোকান খুললেও অবশ্য এখনই বার, পাব খুলছে না। রাজ্যের ঘোষণায় সুরাপ্রেমীদের জন্য সুখবর। এদিন মদের দোকান খুলতেই কলকাতার বিভিন্নপ্রান্তের মদের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, মদের দোকান খোলার পর যদি অতিরিক্ত ভিড় বা জমায়েতের কারণে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকে, তবে প্রশাসনের ফের দোকান বন্ধ রাখার নির্দেশ দিতে পারে। বেশিরভাগ মদের দোকানের সামনেই এদিন অবশ্য দূরত্ববিধি লক্ষ্য করা যায়নি।