-
লাগামহীন সংক্রম। প্রতিদিনই কয়েক হাজর করে বাড়ছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। সংক্রমণ বাড়তেই লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে রাজ্য সরকার। কিন্তু সপ্তাহের প্রথম দিনের ছবিই উদ্বেগ বাড়াচ্ছে। স্টেশন থেকে ট্রেনের ভিতর- সর্বত্র দূরত্ব বিধি শিকেয় তুলে ঠাসাঠাসি ভিড়। ছবি-শশী ঘোষ
-
সংক্রমণ বাড়তেই নয়া করোনা বিধিনিষেধ জারি করেছে নবান্ন। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে লোকাল ট্রেন ছুটবে সর্বাধিক যাত্রী বহন ক্ষমতার ৫০ শতাংশ নিয়ে। সন্ধ্যা সাতটার পর আর কোনও প্রান্তিক স্টেশন থেকে লোকাল ট্রেন ছাড়বে না। কিন্তু, বিধি কার্যকরের শুরুতেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল যে অলীক ভাবনা তা আরও একবার স্পষ্ট হল। ছবি-শশী ঘোষ
-
হাওড়া হোক বা শিয়ালদহ- এমনিতেই অফিস টাইমে লোকাল ট্রেনগুলিতে গাদাগাদি ভিড় থাকে। দূরত্ববিধির কোনও তোয়াক্কা থাকে না। বিধিনিষেধ জারির পরও সেই থিকথিকে ভিড়ই দেখা গেল। ছবি-শশী ঘোষ
-
তবে স্বস্তির কথা যে, প্রায় সকলের মুখেই মাস্ক রয়েছে। কেউ কেউ আবার ব্যাগ বা পকেট থেকে স্যানিজাইজার বার করে ট্রেনে নিজের ধরার জায়গাটি কোনওমতে জীবীণুমুক্ত করছেন। ছবি-শশী ঘোষ
-
স্টেশনে দাঁড়িয়ে ব্যস্ত যাত্রীরা। ট্রেন আসছে-যাচ্ছে। যাত্রীদের ওঠা-নামার ভিড়। সেখানেও বিধি বাম। ছবি-শশী ঘোষ
-
শহরে যাতায়াতের লাইফলাইন মেট্রো। রাজ্যের দেওয়া নয়া বিধিনিষেধের নির্দেশিকায় মেট্রোর চাকায় লাগাম পড়ানো হয়নি। কিন্তু, বলা হয়েছে সর্বাধিক বহন ক্ষমতার ৫০ শতাংশ নিয়ে মেট্রো চলাচল করবে। দমদম স্টেশনে টিকিট কাটার হিড়িক দেখেই ছবি স্পষ্ট। ছবি-শশী ঘোষ
-
মেট্রোর স্টেশনগুলিতেও ভিড়। যাত্রীদের ওঠা-নামায় মানা হচ্ছে না বিধি। ছবি-শশী ঘোষ
-
তাহলে কী নিয়ম শুধু খাতায়-কলমে রক্ষার জন্য? সোমবারের লোকাল ট্রেন, মেট্রোর ভিড় সেই প্রশ্নই ফের প্রকট করে তুললো। ছবি-শশী ঘোষ
