New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/feature.jpg)
দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে বুধবার সকালে চালু হল রেল পরিষেবা। গণপরিবহণ ব্যবস্থা চালু হলেও করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বন্ধ ছিল এই পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছিল নিত্যযাত্রীদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ সব দিক বিচার করেই রাজ্যে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় মমতা প্রশাসন ও রেল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের লাইন চোখে পড়েছে। তবে অন্যান্য স্টেশনগুলি মোটামুটি ফাঁকাই ছিল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার সকাল থেকে হাওড়া স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন ছিল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রত্যেক স্টেশনে আরপিএফ কর্মীরা কড়া অনুশাসনের মধ্যে যাত্রীদের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করেছেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ কোনও সমস্যার খবর আসেনি। রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল থেকে মসৃণভাবেই চলছে পরিষেবা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ করোনা সংক্রান্ত সমস্ত বাধানিষেধ মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে। করোনা পরিস্থিতির জন্য মাস্ক-স্যানিটাইজার ইত্যাদি বাধ্যতামূলক করা হয়ে সমস্ত ষ্টেশনগুলোতে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রতিদিন রাজ্যে ৬৯৬টি ট্রেন চলবে। শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন, শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন, শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে ১৪৩টি ট্রেন, হাওড়া স্টেশনে ২০২টি ট্রেন, বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ