Advertisment

শহরে নতুন চমক, মালয়েশিয়ান প্রমোদতরীতে চেপে ঘুরে আসুন গঙ্গাসাগর

বিলাসবহুল এই জাহাজে রয়েছে বসার জন্য ১৫৭টি আসন। যাত্রীদের বসার জায়গা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। রয়েছ ৪টি শৌচাগার। থাকছে টিভি।

author-image
IE Bangla Web Desk
New Update
Luxury Water Bus, চন্দননগর থেকে কলকাতা, kolkata Luxury Water Bus, শীততাপ নিয়ন্ত্রিত জলযান, Water bus, জলযান, bengal, বাংলা, west Bengal, কলকাতায় প্রথম জলযান, Gangasagar, গঙ্গাসাগর, sagardwip, সাগরদ্বিপ, Chandannagar Ghat to Millennium Park, মালেশিয়া, Chandannagar, চন্দননগর, Sundarban, সুন্দরবন, sundarban, করোনা, corona, করোনা মহামারী, corona pandemic 2020

কিছু দিন আগে পর্যন্ত চন্দননগর থেকে কলকাতা পর্যন্ত স্থলপথ না হলে রেলপথে যাতায়াত করতে হত। এখন সেই ফরাসডাঙ্গায় যাওয়া যাবে জলপথে। সৌজন্যে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। নতুন এই মাধ্যমের সংযোজন করে তাক ইতোমধ্যে তাক লাগিয়েছে সকলকে। শুধুমাত্র চন্দননগর নয় যাওয়া যাবে গঙ্গাসাগরেও। এই বছরের জুন মাস থেকে এই পরিষেবা চালু হয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

westbengal tourism kolkata
Advertisment