Madhyamgram Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা। স্ত্রীর চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু স্বামীর। স্কুটি থেকে ছিটকে পড়তেই লরির ধাক্কায় চোখের নিমেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিরাটির বাসিন্দা সোমেন পাল। সেই মর্মান্তিক দৃশ্য সামনে থেকে দেখে বাকরুদ্ধ অসহায় স্ত্রী। পাশে রাস্তায় পড়ে ৩ বছরের শিশু। কেনাকাটি সেরে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম সংলগ্ন জুডিও'র সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিরাটির বাসিন্দা সোমেন পাল(৩৯) তার স্ত্রী সুস্মিতা পাল(৩০) ও ৩ বছরের ছেলে শিবমকে নিয়ে স্কুটি করে মধ্যমগ্রাম আসেন কেনাকাটি করতে। বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
সামনে একটি ডাম্পারে ধাক্কা খান স্কুটি চালক, সঙ্গে সঙ্গেই বেসামাল হয়ে ছিটকে পড়েন রাস্তায়। স্ত্রী ও শিশু রাস্তার বাঁ দিকে পড়লেও, সোমেনবাবু পড়েন রাস্তার ডান দিকে। ডাম্পারের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রত্যক্ষদর্শীরা ডাম্পারটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও গাড়ি থামাননি চালক, পরে মধ্যমগ্রাম পুলিশের তৎপরতায় গাড়িটিকে আটক করা হয়েছে। এর আগেও একাধিকবার ওই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা ঘটেছে। আবারও গতকাল রাতের মর্মান্তিক পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে রাস্তাঘাটে মানুষের সুরক্ষা নিয়েও।