New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/LEAD-1.jpg)
মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। অন্যান্যবারের মতো মাধ্যমিক পরীক্ষায় এবারও কড়াকড়ি মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে। মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন... মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল ফোন, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া নিষেধ। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকারাও মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্র যেতে পারবেন না। সকাল সাড়ে ১০টায় প্যাকেটে করে প্রশ্নপত্র পৌঁছোবে পরীক্ষাকেন্দ্রে। সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। সকাল ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র সরবরাহ করা হবে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। যা গতবারের তুলনায় কম। এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। মাধ্যমিকে এবার ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯। দিনরাত খোলা থাকছে কন্ট্রোল রুম। কোনও সমস্যা হলে এই দুই নম্বরে ফোন করতে পারেন, ০৩৩-২৩৫৯-২২৬৪, ০৩৩-২৩৫৯-২২৭৪