-
আগেই পাহাড়ের এই কফি হাউজের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হল উদ্বোধন।
-
ক্যাফের মধ্যে থেকেই এবার কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন পর্যটকরা৷
-
শুধু উদ্বোধনই নয়, ক্যাফে হাউজে এ দিন অন্য মেজাজেও ধরা দিয়েছেন মমতা। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ের ক্যাফে হাউজে বসে গলা মিলিয়েছেন রবীন্দ্র সঙ্গীতে।
-
গত মার্চে দার্জিলিং সফরে গিয়ে ম্যালের কাছে দার্জিলিং রাজ ভবন লাগোয়া অঞ্চলের একস্থানে কফি হাউজ তৈরির জন্য শিল্পপতি সত্যম রায় চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিন মাসের মধ্যে সেই ক্যাফে তৈরি হয়েছে। যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
-
ক্যাফেতে থাকবে চা, কফি, স্ন্যাক্স, কুকিজ, কেক, পেস্ট্রি। এছাড়াও থাকবে ফিস ফ্রাই, ফিস ফিঙ্গারও থাকছে মেনুতে।
-
ক্যাফেতে কফি পান করত করতে সোনা রোদ সঙ্গী করে পর্যটকরা তাঁদের প্রিয় বইয়ের পাতাতেও চোখ বুলোতে পারবেন।
