New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/mamata-banner.jpg)
ধর্নায় মমতা ব্যানার্জী
রোদের প্রখর তাপ। সঙ্গে তুঙ্গে রাজনৈতিক উত্তাপও। এর মাঝেই তাঁর প্রচারে কমিশনের ২৮ ঘন্টার নিষেধাজ্ঞার জেরে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দলীয় পতাকা বা নেতা-কর্মীদের ভিড় নেই, একেবারে একা ধর্নায় তৃণমূল নেত্রী। ছবি- শশী ঘোষ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। এদিন 'গণতন্ত্রের কালো দিন' পালন করছে তৃণমূল। মমতাও কালো অ্যাপ্রন চাপিয়ে ধর্নায় বসেছেন। ছবি আঁকতে ভালোবাসেন। ছবির মাধ্যমে সমাজ-রাজনীতির নানা বিষয়ে তুলে ধরেন তিনি। প্রায়ই বলেন নিজের আঁকা ছবি বিক্রির রোজগারই তাঁর আয়ের অন্যতম পথ। এদি ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবি আঁকতে দেখা যায়। মাঝে মধ্যে মোবাইল নাড়াচাড়া, আবার কখনও মোবাইলে কথা বলাতেও ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রচার কৌশল কী হতে পারে, একদৃষ্টিতে তাও ভেবে নিচ্ছেলেন তৃণমূল নেত্রী। ধর্নার চারপাশ ফাঁকা, শুধু দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের। বাইরে অবশ্য দলের কর্মী, সমর্থকরা ভিড় করেছিলেন। কিন্তু তাঁদের কাউকে ধর্নায় মমতা যেখানে বসেছিলেন সেখানে ঢুকতে দেওয়া হয়নি।