আদিবাসী রীতি মেনে গণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদায়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে গাজোল কলেজ ময়দানে আয়োজিত এই গণ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- কৌশিক দে
আদিবাসী রীতি মেনে গণবিবাহ অনুষ্ঠিত হয় এদিন। নব দম্পতিদের আশীর্বাদও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- কৌশিক দে
বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নবদম্পতিদের সরকারি আর্থিক অনুদান এবং উপহার তুলে দেন। ছবি- কৌশিক দে
আর্থিক অনুদান এবং উপহার তুলে দেওয়ার পর আদিবাসী পোশাকে নাচও করেন মুখ্যমন্ত্রী। ছবি- কৌশিক দে
মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে প্রতি বছর মে মাসে এই গণবিবাহের আয়োজন করা হবে। ছবি- কৌশিক দে
বৃহস্পতিবার মালদা থেকে হেলিকপ্টারে চড়ে বেলা বারোটা নাগাদ গাজোলে এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ছবি- কৌশিক দে
তবে মুখ্যমন্ত্রীর সামনে এই অনুষ্ঠানটি হওয়ায় তীব্র প্রতিবাদ জানান আদিবাসী নেতা মোহন টুডু। ছবি- কৌশিক দে
পুলিশের সামনেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন টুডু। তাঁর বক্তব্য, মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠান আদিবাসী রীতিনীতি বহির্ভূত। ছবি- কৌশিক দে
মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কীভাবে ওই আদিবাসী নেতা ঢুকে পড়লেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ছবি- কৌশিক দে