-
দেশপ্রিয় পার্কে রাজ্য সরকার আয়োজিত ভাষা দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শাড়িটি ছিল নজরকাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় পরেছিলেন নিজের ডিজাইন করা শাড়ি। ছবি- পার্থ পাল
-
মমতা সরু কালো পাড়ের সাদা শাড়ির সার দিয়ে লেখা ছিল ‘অ’। ওটাই ডিজাইন। ছবি- পার্থ পাল
-
ভাষা দিবসের মঞ্চে অতিথি অভ্যাগতদের যে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে তারও ডিজাইন ‘দিদি’ মমতার তৈরি। মঞ্চেই ঘোষণা করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছবি- পার্থ পাল
-
বাজেটের আগে বিধানসভায় নিজের ঘরে হাল্কা আলোচনায় ঘনিষ্ঠদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভাষা দিবস আর সরস্বতী পুজোর জন্য তিনি বিশেষ দু’টো শাড়ি ডিজাইন করে রেখেছিলেন। ২১ ফেব্রুয়ারি তারই একটি পরবেন। সেই মতই এদিন মুখ্যমন্ত্রীর শাড়ির পারে সার দিয়ে দেখা গেল ‘অ’ লেখা। ছবি- পার্থ পাল
-
আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রবাসী বাঙালিদের জন্য চালু করেন ‘আপন বাংলা’ পোর্টাল। ছবি- পার্থ পাল
-
বাংলায় এখন থেকে যা অনুষ্ঠান হবে, বিদেশে বসেও তাতে অংশ নিতে পারবেন প্রবাসীরা। প্রয়োজনীয় পরামর্শও দিতে পারবেন। সেই উদ্দেশ্যেই চাল হল ‘আপন বাংলা’ পোর্টাল। ছবি- পার্থ পাল
