পশ্চিমবঙ্গ Photos চায়ে চুমুক-আড্ডার ফাঁকেই একুশের প্রস্তুতিতে নজর মমতার, তৃণমূলের মেগা সভার কাউন্টডাউন শুরু বুধবার বিকেলে একুশের সভাস্থলে যান তৃণমূল নেত্রী। Written by Rajit Das বুধবার বিকেলে একুশের সভাস্থলে যান তৃণমূল নেত্রী। Rajit Das 20 Jul 2022 19:49 IST Follow Us New Update খোশ মেজাজে মমতা। এক্সপ্রেস ফটো-পার্থ পাল অভিষেক এসেছিলেন দুপুরে, আর মমতা এলেন বিকেলে। খতিয়ে দেখলেন ধর্মতলার একুশের সভাস্থলের প্রস্তুতি। ছবি- শশী ঘোষ এক ঘন্টার বেশি সময় মঞ্চ সংলগ্ন এলাকায় বসে রইলেন তিনি। ছবি-শশী ঘোষ নেত্রীকে ঘিরে ততক্ষণে তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীদের ভিড়। ছবি-পার্থ পাল মাটির ভাঁড়ে চায়ে তৃপ্তির চুমুক মুখ্যমন্ত্রীর। ছবি-পার্থ পাল এইসবের মধ্যেই ২১শের প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি-শশী ঘোষ সন্ধ্যা হতেই ধর্মতলা ছাড়েন তৃণমূল নেত্রী। তখনই বলেন, ‘কর্মীদের বলব শান্ত-শৃঙ্খলিতভাবে সভায় আসবেন। কারওর যাতে অসুবিধা না হয় সেটা দলের নেতাদের দেখতে হবে।’ ছবি-শশী ঘোষ মমতা আরও বলেছেন, ‘সভাস্থলে সকলে হয়তো আসতে পারবেন না। তাই আমি ক্ষমা চেয়ে নেব। জায়গাটা ছোট, কিন্তু ৩০ বছর আগে ঘটনা এখানেই ঘটেছিল। তাই আমাদেরও উপায় নেই। মানুষের কাছেও ক্ষমা চাইছি কারণ বৃহস্পতিবার জ্যাম হবে, একটু অসুবিধা হবে।’ ছবি-পার্থ পাল tmc Mamata Banerjee Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন