বিচারের দাবিতে পথ নাগরিক সমাজ
রবিবার কলেজ স্কোয়্যার থেকে মহামিছিল ধর্মতলা পর্যন্ত হয়। মিছিলে ছিল ৮ থেকে আশি সব বয়সের মানুষ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
তিরঙ্গা হাতে প্রতিবাদ
জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে পা মেলান অনেকে। মিছিল থেকে ওঠে নির্যাতিতার বিচারের দাবি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
আমার বোনের বিচার চাই
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা গোটা নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে। বিচারের দাবিতে সবার একই স্বর। মিছিল থেকে ডাক উঠল, শেষ না দেখে ছাড়বো না। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
নারীশক্তির প্রদর্শন
মিছিলে পুরুষদের যেমন আধিক্য ছিল তেমনই মহিলাদেরও সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
মিছিলে ৮ থেকে আশি
রবিবারের নাগরিক মিছিলে পা মেলায় ৮ থেকে আশি, সব বয়সের মানুষ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
জাস্টিস ফর অভয়া
নির্যাতিতাকে অনেকেই নিজের মতো করে নাম দিয়েছেন। তেমনই একটা নাম অভয়া। অভয়ার বিচারের দাবিতে পথে নাগরিক সমাজ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
হাজার কণ্ঠে প্রতিরোধ
রবিবারের মহামিছিলে অংশ নেন টলিউড, সাংস্কৃতিক জগতের মানুষও। অভিনেত্রী চৈতি ঘোষাল, উষশী রায়, সুদীপ্তা চক্রবর্তী, সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীরা মিছিলের অগ্রভাগে ছিলেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
তোমার স্বর, আমার স্বর, আরজি কর...
এদিন মহামিছিল থেকে বেশ কয়েক দফা দাবি প্রশাসনের সামনে রাখা হয়। সেই দাবি না মেটা পর্যন্ত ধর্মতলায় ধরনা-অবস্থানে বসেন মিছিলে অংশগ্রহণকারীরা। ভোর চারটে পর্যন্ত চলে ধরনা। প্রশাসনের তরফে দাবি নিয়ে ভেবে দেখার মৌখিক আশ্বাস মিললে ওঠে অবস্থান। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
দোষীর দৃষ্টান্তমূল শাস্তির দাবি
মিছিল থেকে আরজি কর কাণ্ডের প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল।