Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। এদিন কলকাতা এবং হাওড়া থেকে একাধিক মিছিল আসার কথা নবান্নের দিকে। লালবাজার সূত্রে খবর, সেই মিছিলগুলি আটকাতে সবরকম ব্যবস্থা নিয়েছে পুলিশ। ২৫ জন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে মিছিল আটকানোর। হাওড়া ব্রিজে কলকাতার দিকের অংশ-সহ ৫ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল রাখছে পুলিশ।
মিছিল আটকাতে ব্রিজের উপর কাঠের সিজার ব্যারিকেড থাকছে। হাওড়ার দিকে নবান্ন যাওয়ার পথে ৪ জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে। মিছিলে বিক্ষোভকারীদের ধাক্কায় যাতে সেগুলি উপড়ে না পড়ে তাই রাস্তায় গর্ত খুঁড়ে বড় লোহার পাইপের সঙ্গে ব্যারিকেডগুলি ঝালাই করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, আজ আবার UGC-NET রয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কায় রাজ্য প্রশাসন বেশ কিছু পদক্ষেপ করেছে। হাওড়া থেকে কলকাতা আসার পথে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
পুলিশ রবিবারই জানিয়েছে, মঙ্গলবার ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্রেবোর্ন রোড এবং হাওড়া ব্রিজে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন
নবান্ন অভিযান রুখতে বিরাট বন্দোবস্ত পুলিশের, কী কী পরিকল্পনা জানুন
সকাল ১১টার পর থেকে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু দিয়ে সরকারি এবং বেসরকারি বাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিত্যযাত্রীদের দাবি, অন্যদিনের তুলনায় আজ রাস্তায় বাস কম চলছে। বাসের জন্য অপেক্ষা না করে হাওড়া থেকে কলকাতায় আসার জন্য অনেকেই মেট্রো এবং ফেরি সার্ভিসের উপর ভরসা রাখছেন। এদিকে, বৃষ্টি মাথায় নিয়েই পুলিশ বজ্র আঁটুনি করে রাখছে নবান্ন অভিযান আটকাতে।