/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/jute-Mill-cover.jpg)
পশ্চিমবঙ্গে প্রথম যে বড় কারখানাটি তৈরি হয় তা ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেই গৌরীপুর জুটমিল ছিল নৈহাটিতেই। হতে পারতো এখন এই নৈহাটিতেই সারা দেশের বড় এক শিল্পতালুক। যদিও এই দাবি বর্তমান কোনও মানুষেরই নয়, সব পুরনো আমলের লোকদেরই। নৈহাটি প্রত্যন্ত গ্রাম থেকে বর্ধিষ্ণু জনপদ হয়ে উঠতে পারার এক বিশাল সম্ভাবনাময় শহরের শিল্পের সেই সুদিন আর এখন নেই। এক সময় ব্রিটিশ শিল্পপতি ম্যাকলিন বেরির হাত ধরে প্রথম নৈহাটিতেই তৈরি হয়েছিল দেশের সব থেকে বড় জুটমিল কারখানাটি। ব্রিটিশ সাম্রাজ্যে তখন সদ্য সিপাহী বিদ্রোহের ধাক্কা সামলেছে। গোটা দেশ জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের তখন একচ্ছত্র আধিপত্য। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ