পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ "যুদ্ধ নয়, শান্তি চাই", মিছিলে মুখর কলকাতা কলকাতায় বৃহস্পতিবার যুদ্ধবিরোধী মিছিলে সামিল হল ২৫টি সংগঠন। মৌলালি মোড় থেকে এই মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। IE Bangla Web Desk 28 Feb 2019 19:21 IST Follow Us New Update যুদ্ধ নয়, শান্তি চাই তোল আওয়াজ। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ কলকাতায় বৃহস্পতিবার যুদ্ধবিরোধী মিছিলে সামিল হল ২৫টি সংগঠন। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষমৌলালি মোড় থেকে এই মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষমিছিল থেকে আওয়াজ ওঠে, 'আর কোনও পুলওয়ামা নয়, নয় কোনও সীমান্ত যুদ্ধ।' এক্সপ্রেস ফোটো-শশী ঘোষসংগঠনগুলির পক্ষে নীতীশ রায় বলেন, 'ভারত সরকারের অপদার্থতার কারণে পুলওয়ামায় এই ঘটনা ঘটেছে।' এক্সপ্রেস ফোটো-শশী ঘোষমিছিলে দাবি ওঠে, দেশজুড়ে কাশ্মীরিদের উপর যে অত্যাচার চলছে, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষমিছিল জুড়ে যুদ্ধ বিরোধী রব ওঠে এদিন। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষদেশভক্তির নামে গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে, দাবি এই মিছিলের। এক্সপ্রেস ফোটো-শশীপুলওয়ামার ঘটনায় শোকাহত হলেও কোনও পরিস্থিতিতেই যুদ্ধ চান না মিছিলে অংশ নেওয়া মানুষরা। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ kolkata Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন