হাসপাতাল চালু হওয়ার পর দুদিন কেটে গিয়েছে সেই আগের মতন রোগীদের ভিড় তেমন চোখে পড়ছেনা। তবে অনেকে আশাবাদী এনআরএস আবার ফিরবে চেনা ছন্দে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ -
রোগীর আত্মীয়রা হাসপাতালের বাইরে অপেক্ষায়। কেউ জেগে কেউ বা আবার ঘুমিয়ে পড়েছেন। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
হাসপাতালের ভিতরে যেসব কাউন্টার এতদিন বন্ধ ছিল তা এখন খুলে দেওয়া হয়েছে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
এনআরএসে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ চলাকালীন এই শিশুর জন্ম হয়। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
ডাক্তারের জন্যে অপেক্ষায় রোগীরা। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
মাথায় আর চোখে আঘাত পেয়েছে মুর্শিদাবাদের ইসমাইল। দাদার সঙ্গে এনআরএসে ডাক্তার দেখাতে এসেছে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
এনআরএসের আউটডোর চললেও আগের মতন সেই রোগীর ভিড় তেমন চোখে পড়ে না। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ -
ডাক্তার দেখাতে এসে খবরের কাগজে চোখ রাখছেন এক রোগী। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
এনআরএসে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ চলাকালীন যে প্ল্যাকার্ড লাগানো হয়েছিল তা এখন এনআরএস ক্যাম্পাসে ঝোলানো। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ -
রোগীর আত্মীয় এমারজেন্সির অনুসন্ধানে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
কসবা থেকে আসা এক গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে এমারজেন্সিতে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
এক দম্পতি চিকিৎসার জন্যে এনআরএসে এসেছেন মালাদা থেকে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ -
এনআরএস আউটডোরের সামনে এক রোগী। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
জায়গা না পেয়ে অনেকে রোগী এনআরএসের ওয়েটিংরুমে থাকতে শুরু করে। এনআরএস কাণ্ডের পর থেকে দু-একজন রোগী আর তাঁদের কয়েকজন আত্মীয় ছাড়া আর তেমন কোন ভিড় নেই। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
-
এমারজেন্সিতে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে বৃদ্ধকে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
এনআরএসের মেইন গেটের বাইরে এখনও ডাক্তারদের লাগানো পোস্টার অক্ষত। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ রাজ্য ছাপিয়ে সারা দেশব্যাপী চলতে থাকে ডাক্তারদের আন্দোলন। প্রাথমিক সব জট কাটিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরছে রাজ্যে। অন্যদিকে ডাঃ পরিবহ মুখোপাধ্যায় এখন বিপদ মুক্ত এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছে এনআরএস। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ
