New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/Protest-Nurses.jpg)
তাঁদের এই দাবীগুলোর কথা গত অনেকগুলো বছর ধরে জানিয়ে আসছে। যদি সরকার ইতিমধ্যে কোনওরকম কোনও পদক্ষেপ না নেয় তবে বড় আন্দোলনের পথে যাবেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
জি-এন-এম পাঠক্রম তুলে দেওয়ার প্রতিবাদে বুধবার নার্সেস ইউনিটির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিল এনআরএস হাসপাতাল থেকে রানি রাসমণি পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে শেষপর্যন্ত পুলিশ নার্সেস ইউনিটির মিছিলকে হাসপাতাল থেকে বেরোতে না দেওয়ায়। নার্সেস ইউনিটির নার্সরা সকলে হাসপাতালের সামনেই অবস্থান বিক্ষোভে বসে যান। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ নার্সেস ইউনিটির বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ দাবি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এদিন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ এর আগেও পাঁচবার তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল। তার সুরাহা এখনও পর্যন্ত হয়নি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ নার্সেস ইউনিটির দাবিগুলোর মধ্যে তাঁদের প্রথম দাবি জি-এন-এম (ডিপ্লোমা) কোর্স বাতিল করা যাবে না। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ২০০৫ সালের পর থেকে নার্সদের কোনও বেতন বৃদ্ধি হয়নি। কেন্দ্রীয় হারে বেতন কাঠামো রাজ্যের সর্বস্তরে নার্সদের দিতে হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ তিন বছর পর গ্রেড ওয়ান(টু) পদন্নোতি করতে হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ডিপ্লোমা ও ডিগ্রি প্রাপ্ত নার্সদের অবিলম্বে কাজে লাগাতে হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ৫০ বছর বয়স্ক কোনও নার্সকে নাইট ডিউটি দেওয়া যাবে না। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ তাঁদের এই দাবিগুলোর কথা গত অনেকগুলো বছর ধরে জানিয়ে আসছে। যদি সরকার ইতিমধ্যে কোনওরকম কোনও পদক্ষেপ না নেয় তবে বড় আন্দোলনের পথে যাবেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ