Advertisment

আজব বুড়ো আর তাঁর প্রাচীন সংগ্রহশালা

সবাই খোঁজে নতুনের গন্ধ। উনি খোঁজেন পুরনো। প্রাচীনত্বের নেশায় যে এভাবে মজে থাকা যায় তা সুশীল কুমার চট্টোপাধ্যায়ের এক চিলতে ঘরে না ঢুকলে বোঝা যাবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনা ব্যবহৃত টর্চ থেকে সময়ের হাত ধরে বদলানো ঘড়ি, কী নেই এই বছর একানব্বুইয়ের এই মানুষটির কাছে। কলকাতার বুকে ইতিহাসের শিকড় বুকে নিয়ে বেঁচে থাকা একাকী মানুষটির রোজনামচার গল্প। নকু দাদু। এই নামেই চেনেন তাঁকে নলিন সরকার স্ট্রিটের গলির মানুষেরা। সেই গলির বাইরে যেখানে কলকাতা ছড়িয়েছে তার নবীন হওয়ার প্রমাণ রঙবাহারি হোর্ডিং ও গ্লোসাইনে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বহু দশক আগে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata COVID-19
Advertisment