বিশ্বকর্মা পুজো ও মহালয়ার আগে বাজারে এলো ওপার বাংলার ইলিশ মাছ। ১৪৫০ মেট্রিক টন ইলিশ মাছ ঢুকেছে বাংলায়। মঙ্গলবার থেকেই কলকাতা ও হাওড়ার বাজারে ক্রেতাদের মধ্যে বাংলাদেশের ইলিশ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে সকাল থেকেই।
ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ যাতে ইলিশ রফতানির উপরে নিষেধাজ্ঞা তুলে নেয়, তার জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা হচ্ছে। প্রায় ৮ বছর পর এই বিপুল হারে ওপার বাংলা থেকে ইলিশ এসেছে বাংলায়।
দাম চড়া থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে ইলিশের স্টকের ৮০ শতাংশ শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে।
গত বছর পুজোর আগে এপার বাংলাকে উপহার দিয়েছিল বাংলাদেশ। হাসিনার সরকার এবারও পুজোর আগে ইলিশ উপহার দিয়ে সৌহার্দের উদাহরণ রেখেছেন।
সোমবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত দিয়ে দু’টি ট্রাকে এ দেশে ঢোকে পদ্মার ইলিশ। মঙ্গলবার সেই মাছ চলে আসে হাওড়ার আড়তে।
বুধবার সকালেই সেই মাছ পৌছে যায় নগরতলির বাজারে।
ইলিশ কিনতে বাঙালি যে কতটা আগ্রহী, এ দিন মাছ বাজারের ছবি দেখেই তা বোঝা গিয়েছে।
জানা গিয়েছে, নিলামে যে দাম উঠছে, তাতেই বিক্রি করা হচ্ছে।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন