সরকারি পদক্ষেপে এনআরএসকাণ্ডে ফের জট কাটার ইঙ্গিত। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসার সিদ্ধান্তের কথা জানালেও, বৈঠক নিয়ে সরকারি তরফে কোনও বিবৃতি মেলেনি বলে জানান তাঁরা। এরপরই মনে করা হয়, ফের বিশ বাঁও জলে চলে গেল এনআরএস সমস্যা। কিন্তু এই মুহুর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের নিশ্চয়তা নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।
সোমবারও নীলরতন হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে রোগীর পরিবার।