New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/banner-2.jpg)
অচেনা দিঘা
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাঙালির অতি প্রিয় পর্যটনস্থল দিঘা। ক্ষয়ক্ষতি হয়েছে তোড়নের। জলের তোরে মেরিন ড্রাইভের উপরেই এসে পড়েছে বোল্ডার। সুসজ্জিত মেরিন ড্রাইভের ধারেই ছিল বিভিন্ন সামগ্রীর দোকান। অনেক পর্যটকের কাছে যা চরম আকর্ষণের। কিন্তু ইয়াসের জেরে সেইসব দোকানের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। জল ঢুকে সামগ্রীর তো ক্ষতি হয়েছেই। একাধিক দোকানের শার্টার ও সামনের ছাউনি ভেঙে গিয়েছে। গত কয়েক বছর ধরে মেরিন ড্রাইভের এই দোকান যেন দিঘার সিঙ্গেচার। প্রবল ঝড় ও সমুদ্রের রোষে সেই দোকানের চেহারা আজ হতশ্রী। রাজ্য সরকার পুরনো দিঘার সমুদ্রের পার সাজিয়ে তুলেছিল। বসার জায়গা থেকে বাচ্চাদের বিনোদনের হরেক আয়োজন ছিল সেখানে। বুধবার প্রাকৃতিক বিপর্যের পর আজ তা যেন একদম অচেনা। ভেঙে গিয়েছে বসার সিমেন্টের জায়গা। উপড়ে গিয়েছে রেলিং। বসে গিয়েছে মেরিন ড্রাইভের রাস্তা। সমুদ্র পাশ্বর্তী দিঘার রাস্তা সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছে। প্রবল জলোচ্ছ্বাসে রাস্তা থেকে উঠে গিয়েছে পিচের আস্তরণ। দিঘা, রামনগর, মন্দারমনির একাধি গ্রামে এখনও জল জমে রয়েছে। সাজানো দিঘায় এখন এটাই চেনা ছবি। ভেঙে পড়েছে হোটেলগুলোর নানা অংশ।