/indian-express-bangla/media/media_files/2025/08/22/img-20250822-wa0085-2025-08-22-21-44-36.jpg)
একান্ত আলাপচরিতায় মোদী
/indian-express-bangla/media/media_files/2025/08/22/pm-modi-in-kolkata-to-inaugurate-new-metro-line-today-2025-08-22-21-08-24.jpg)
কলকাতায় নতুন তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন
শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) কলকাতায় নতুন তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে অন্যতম হল হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/pm-modi-kolkata-metro-2025-08-22-21-11-02.jpg)
১৯৮৪ সালে কলকাতায় মেট্রো যাত্রার সূচনা হয়েছিল
মোট ১৩.৬১ কিলোমিটার দীর্ঘ এই নতুন নেটওয়ার্ক তিনটি রুটে ছড়িয়ে রয়েছে—গ্রিন, ইয়েলো ও অরেঞ্জ লাইন। ১৯৮৪ সালে কলকাতায় মেট্রো যাত্রার সূচনা হয়েছিল। প্রায় চার দশক পরে এই সংযোগ শহরের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন রুটগুলি শহরের যানজট কমাবে এবং লক্ষ লক্ষ যাত্রীর প্রতিদিনের যাতায়াত সহজ করে তুলবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-21-12-50.jpg)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে নতুন রুটের যাত্রা শুরু করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-21-15-54.jpg)
আজ দেশের দুটি ব্যস্ত রেল স্টেশন মেট্রো রুটে যুক্ত হল
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ আরও একবার বাংলার উন্নয়নের গতি আনার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা।’ আজ দেশের দুটি ব্যস্ত রেল স্টেশন মেট্রো রুটে যুক্ত হল। কলকাতার গণপরিবহণ প্রকৃতপক্ষে আধুনিকীকরণ হল। বাংলার উন্নতি কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। আগে কলকাতা মেট্রো ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন তা ৩৯ কিলোমিটার সম্প্রসারণ হয়েছে। আরও ২২ কিলোমিটার মেট্রো সম্প্রসারণ হবে।’’
/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-21-18-39.jpg)
পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন
পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে, সেই সঙ্গে রাজ্যের মানুষের জন্য পুজোর আগে উপহারের ডালি সাজিয়ে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী। এদিন কলকাতা মেট্রোর তিন সম্প্রসারিত রুটের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপরই মেগা 'রোড শো'তে অংশ নেন তিনি। দমদমে প্রশাসনিক সভা থেকে রাজ্যের জন্য ৫২০০ কোটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচীত থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সাড়ে তিন মাসে এটা মোদীর তৃতীয় বঙ্গ সফর।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-17-23-39.jpg)
মোট ১৩.৬১ কিলোমিটার দীর্ঘ এই নতুন নেটওয়ার্ক তিনটি রুটে ছড়িয়ে রয়েছে—গ্রিন, ইয়েলো ও অরেঞ্জ লাইন
মোট ১৩.৬১ কিলোমিটার দীর্ঘ এই নতুন নেটওয়ার্ক তিনটি রুটে ছড়িয়ে রয়েছে—গ্রিন, ইয়েলো ও অরেঞ্জ লাইন। ১৯৮৪ সালে কলকাতায় মেট্রো যাত্রার সূচনা হয়েছিল। প্রায় চার দশক পরে এই সংযোগ শহরের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন রুটগুলি শহরের যানজট কমাবে এবং লক্ষ লক্ষ যাত্রীর প্রতিদিনের যাতায়াত সহজ করে তুলবে।